X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
বঙ্গাব্দ ১৪২৮

বর্ষবরণে ছায়ানট: ঠিকই বাজবে রাগ-সুর, এবারও নিঃসঙ্গ বটমূল

ওয়ালিউল বিশ্বাস
১৪ এপ্রিল ২০২১, ০০:০৩আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ০২:২৫

রমনার বটমূলে বৈশাখের প্রথম প্রত্যুষে বাংলা নববর্ষের আবাহনটা শুরু করেছিল ছায়ানট। সালটা ছিল ১৯৬৭। এরপর মুক্তিযুদ্ধ চলায় ১৯৭১ সালে বন্ধ থাকে আয়োজনটি। এমনকি ২০০১ সালে বটমূলে ভয়াবহ বোমা হামলাতেও থামেনি ছায়ানটের অসাম্প্রদায়িকতা আর আবহমান বাংলার সুর।

তবে বর্ষবরণ নিয়ে গত বছর থেকে প্রায় স্তম্ভিত এই সাংস্কৃতিক বিদ্যাপীঠটি। নিঃসঙ্গ রমনার শতবর্ষী বট গাছ। কারণটি মহামারি করোনা। এ জন্য বর্ষবরণে এবারও সশরীরে নেই কোনও বিশেষ আয়োজন।

গত বছরের মতো এবারও ছায়ানট ডিজিটাল মাধ্যম ব্যবহার করে বাংলা নববর্ষ উদযাপন করতে বাধ্য হচ্ছে।

ছায়ানটের সাধারণ সম্পাদক ও রবীন্দ্রসংগীত শিল্পী লাইসা আহমদ লিসার মতে, ‘পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। সকলের স্বাস্থ্য ঝুঁকির শঙ্কা থাকায় বটমূলের ঐতিহ্যগত আয়োজন থেকে সরে দাঁড়াতে পরিস্থিতি আমাদের বাধ্য করেছে। অথচ, প্রাথমিকভাবে আমাদের সিদ্ধান্ত ছিল, দর্শকশূন্য অবস্থায় হলেও আমরা একটা ভিডিও রেকর্ডিং করবো বটমূলে গিয়ে। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছিলাম। সম্মেলক দলের নিয়মিত মহড়াও চলছিল। কিন্তু করোনা পরিস্থিতির ক্রমাবনতি হওয়ায় সিদ্ধান্ত থেকে আমরা সরে এসেছি।’

ষাটের দশকে রমনা বটমূলে বর্ষবরণ খোঁজ নিয়ে জানা যায়, বর্ষবরণ অনুষ্ঠানটি ধারণের জন্য মাস খানেক আগে অনুশীলনও শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠানটি। কিন্তু সেখানেও করোনার ভয়াল থাবা এসে পড়ে। সংক্রমিত হয়েছেন কয়েকজন শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় ১৫ জন।

ছায়ানটের সহ-সভাপতি ও নজরুলসংগীত শিল্পী খায়রুল আনাম শাকিল বললেন, ‘পহেলা বৈশাখ তো বাঙালির একটা নিজস্ব পরিচয় বহন করে। মানুষ সারা বছর বসে থাকেন এ দিনটির জন্য। নতুন কাপড় পরবেন, নতুন জায়গায় যাবেন, বটমূলে আসবেন- এমন পরিকল্পনাই থাকে। কিন্তু এখন যা পরিস্থিতি, এদিনটাতে আর আনন্দ করার মতো অবস্থা নেই। পরিস্থিতিটাই আমাদের আনন্দ কেড়ে নিয়েছে। এখন মৃত্যুর প্রতিধ্বনি চারদিকে। আক্ষেপ লাগে, এবারও কিছু করতে পারলাম না।’

বটমূলে সরাসরি না হলেও এবারও ধারণকৃত পুরনো অনুষ্ঠান ও নতুন কিছু গানের মাধ্যমে ৫০ মিনিটের আয়োজন থাকছে। ১৪ এপ্রিল সকাল ৭টা থেকে বিটিভিসহ ছায়ানটের ফেসবুক পেজ ও ইউটিউবে একযোগ প্রচার হবে।

বঙ্গাব্দ ১৪২৩ বর্ষবরণের প্রথম প্রহরে রমনা বটমূল প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য রহমান বলেন, ‘পরপর দু’বছর বর্ষবরণের আয়োজন বটমূলে হচ্ছে না- বিষয়টি শিক্ষক, শিক্ষার্থী সবার জন্যই আক্ষেপের। তবে শিল্পীরা বেশ কয়েকটি গান বাসায় বসে রেকর্ডিং করেছেন। সেগুলো ও পুরনো মিলিয়ে অনুষ্ঠানটি তৈরি করেছে বিটিভি। সরাসরি না হলেও আমরা পুরো ঐতিহ্য মেনেই পুরো আয়োজনটি করার চেষ্টা করেছি। যেখানে শুরুটা হবে সংগীতের রাগ দিয়ে আর শেষ হবে জাতীয় সংগীতে।’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!