X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্য সচেতন এক রিকশাচালকের গল্প

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২১, ২০:১৯আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ২০:১৯

চলার পথে একটু সচেতন হলে যে মহামারি করোনা থেকে বাঁচার সুযোগ আছে সেটাই প্রমাণ করলেন ব্রাহ্মণবাড়িয়া শহরের এক ডিজিটাল রিকশাচালক। তার নাম মনির হোসেন। তিনি মুখে মাস্ক, হাতে গ্লাভস, এমনকি রিকশায় যাত্রী উঠার সময় তাদের হাতে হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়ান। রিকশার সিটেও দেন স্প্রে। যাদের মাস্ক নেই তাদেরকে মাস্ক পরার পরামর্শ দেন। রিকশাচালক মনিরের স্বাস্থ্য সচেতনতায় স্থানীয় সবাই মুগ্ধ।

স্বাস্থ্য সচেতন এক রিকশাচালকের গল্প

খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম মেড্ডার মৌবাগ এলাকার আব্দুল্লা মিয়ার ছেলে মনির। প্রাথমিক পর্যায়ে লেখাপড়া করেছেন। এখন সংসারের হাল ধরতে গিয়ে রিকশা চালান তিনি। তবে সম্প্রতি সময়ে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় মনির অনেকটা বিচলিত হয়ে পড়েন। তাই কর্মক্ষেত্রে নিজের এবং যাত্রীর নিরাপত্তার বিষয়টি বেশ গুরুত্ব দিয়েছেন মনির। মোটর চালিত রিকশায় তার বসার আসনের পাশে বিশেষ কায়দায় রাখা আছে দুটি স্প্রে। কোমল পানীয় বোতলের মুখে স্প্রে-যুক্ত সেভলন, আর হ্যান্ড সেনিটাইজার। স্বাস্থ্য সচেতন এই রিকশাচালকের সচেতনতা দেখে অনেকেই চমকে যাচ্ছেন। দিচ্ছেন উৎসাহ আর বাহবা।

চলার পথে কথা হয় মনিরের সঙ্গে। জানান, টেলিভিশন আর মোবাইল ফোনের নিউজ থেকে প্রায়শই তিনি করোনার মৃত্যুর মিছিল বেড়ে যাওয়ার খবর পান। তাই এ নিয়ে করণীয় কী ভাবেন। এই ভাবনা থেকে কর্মক্ষেত্রে নিজের পাশাপাশি যাত্রীর নিরাপত্তা ঝুঁকিটি তিনি গুরুত্ব দিচ্ছেন। এ অবস্থায় তিনি রিকশায় হ্যান্ড সেনিটাইজার আর জীবাণুনাশক স্প্রে ব্যবহার করার সিদ্ধান্ত নেন। শুধু তাই নয়, রিকশায় স্বাস্থ্য বিধি মেনে যাত্রী পরিবহনেরও সিদ্ধান্ত নেন।

স্বাস্থ্য সচেতন এক রিকশাচালকের গল্প

মনিরের এমন কার্যক্রমে শহরের পূর্ব পাইকপাড়ার বাসিন্দা রনক বর্মন বলেন, এই রিকশাচালকের আচরণ দেখে খুব ভাল লেগেছে। বর্তমান করোনাকালে যেভাবে মৃত্যুর মিছিল বাড়ছে, তা রোধ করার জন্যে মনিরদের মতো সকলেই যার যার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন।

জানতে চাইলে রিকশাচালক মনির জানান, স্বাস্থ্য বিধি মানার ক্ষেত্রে প্রতিটি রিকশাচালক উদ্যোগ নিতে পারে। খরচ খুব বেশি না। এখানে আন্তরিকতা আর সদিচ্ছাই যথেষ্ট।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ জানান, জেলায় এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৪৯ জন। তাই প্রত্যেক নাগরিককে তিনি কঠোরভাবে যার যার অবস্থান থেকে স্বাস্থ্য বিধি মানার আহ্বান জানান।

 

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর যুবরাজ
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর যুবরাজ
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
এমপিপুত্র প্রার্থী হওয়ায় ‘আগুন জ্বলছে’ সেলিম প্রধানের গায়ে
এমপিপুত্র প্রার্থী হওয়ায় ‘আগুন জ্বলছে’ সেলিম প্রধানের গায়ে
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন