X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

খাদ্য পরিবহন ও ডেলিভারি যেভাবে করা যাবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২১, ০৭:৫৮আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ০৮:০২

করোনা  সংক্রমণ রোধে  স্বাস্থ্যবিধি মেনে ই-কমার্সের মাধ্যমে দুপুর ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত খাদ্য, অন্যান্য সামগ্রী পরিবহনও ডেলিভারি দেওয়া যাবে। অনলাইনে কেনা-বেচাকে উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।  বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-পরিচালক (ডাব্লিউটিও সেল) জিয়াউর রহমানের সই করা  নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (১২ এপ্রিল) জারি করা মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের আলোকে বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ই-কমার্স সেল জনস্বার্থ বিবেচনায় ই-কমার্স পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করে।

নির্দশনায় বলা হয়, ই-কমার্সের ডেলিভারি ম্যানরা দুপুর ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক চলাচল করতে পারবেন।  ই-কমার্সের মাধ্যমে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে ওয়্যারহাউজ খোলা রাখা যাবে। স্বাস্থ্যবিধি মেনে চলা ই-কমার্সের সঙ্গে সংশ্লিষ্ট রেস্টুরেন্টগুলো দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা এবং রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে স্বাস্থ্যবিধি মেনে অনলাইনে পার্সেলের মাধ্যেমে খাবার ডেলিভারি দেওয়া যাবে।  সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত শুধু রান্নাঘর চালু রাখা যাবে।  রেস্টুরেন্টে অবস্থান করে বা বসে খাওয়া দাওয়া করা যাবে না।

নির্দেশনায় বলা হয়েছে, ডেলিভারিম্যান ও পণ্য পরিবহনে নিয়োজিত ব্যক্তি এবং যানবাহনের জন্য প্রয়োজনীয় পরিচয়পত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদান করবে। ডেলিভারিম্যান ও যানবাহনের জন্য ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) তাদের লোগো ও সিরিয়াল নম্বর সংবলিত পরিচিতিমূলক স্টিকার বা পরিচয়পত্র প্রদান করতে পারবে। ই-ক্যাব তার সদস্যদের প্রয়োজনীয় পরিচয়পত্র ও স্বাস্থ্যবিধি সম্পর্কে প্রশিক্ষণ দিতে পারবে।

 

/ইউআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা