X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আমি ভয়ে ঘরে ঢুকে যাওয়ার লোক নই: মমতা

বিদেশ ডেস্ক
১৪ এপ্রিল ২০২১, ১৩:২৮আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ১৩:২৮

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমাকে আঘাত করলে আমি প্রত্যাঘাত করি। আমি ভয়ে ঘরে ঢুকে যাওয়ার লোক নই, যা হলো মানুষ বিচার করবেন।’ মঙ্গলবার এক সমাবেশে বিজেপিকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেন তিনি।

মমতা বলেন, আমি শেষ পর্যন্ত রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করে যাবো। আমায় হারানোর ক্ষমতা ওদের কারও নেই।

গত সোমবার নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের ওপর ২৪ ঘণ্টা নিষেধাজ্ঞা জারি করেছিল। ২৪ ঘণ্টা প্রচার করতে না পারলেও মঙ্গলবার রাত ৮টার পর বারাসাতে সভা করেন তৃণমূল নেত্রী। সেখানে তাকে সেই পুরনো মেজাজে দেখা যায়। সভা থেকেই কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মমতা বলেন, ‘‌আমি বলেছি, ঐক্যবদ্ধভাবে ভোট দাও। কী অন্যায় করেছি?’

তিনি বলেন, ‘বিজেপি একা প্রচার করে যাবে আর তৃণমূল প্রচার করতে পারবে না, এর বিচার জনগণ করবে। আমাকে ওদের এত ভয় কিসের?‌ আমাকে এভাবে আটকানো যাবে না। মোদি, অমিত শাহরা যতই চেষ্টাই করুক, আমাকে আটকাতে পারবে না।’

মমতা বলেন, ‘‌আমি জানি, আমায় আটকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাকে কিভাবে বধ করা যায়, তার অশুভ চেষ্টা চালানো হচ্ছে। আমার ওপর যতই আঘাত হোক না কেন, সব সামলে নেবো। কিন্তু বাংলার মাটিকে গুজরাট হতে দেবো না।’

তৃণমূল নেত্রী বলেন, ‘এবারের নির্বাচন বাংলার ইজ্জতের নির্বাচন। গুণ্ডাদের হাত থেকে বাংলাকে বাঁচানোর নির্বাচন। দেশকে বাঁচানোর নির্বাচন। তাই সবার কাছে আবেদন, এবারের ভোট তৃণমূল কংগ্রেসকে দিন।’

সমাবেশে কন্যাশ্রী, রূপশ্রী-সহ রাজ্য সরকারের ৭৪টি প্রকল্পের কথা তুলে ধরেন মমতা। সভা থেকেই তিনি বলেন, ‘আপনারা তো ফ্রিতে রেশন পাচ্ছেন। কিন্তু ভবিষ্যতেও কি ফ্রিতে রেশন চান? ‌যদি চান তাহলে তৃণমূলকে ভোটটা দিতে হবে। এবারে ক্ষমতায় এলে আমাদের সরকারে দুয়ারে রেশন পৌঁছে দেবে।’

মোদী সরকারের সমালোচনা করে মমতা বলেন, ‘লক্ষ্মীর ভাণ্ডার তো নোটবন্দির সময়ে মোদি সরকার সব কেড়ে নিয়েছে। তাই এবারে ক্ষমতায় এলে আমরা ঠিক করেছি, বাড়ির মা–বোনদের ৫০০ থেকে হাজার রুপি পর্যন্ত দেবো। সামাজিক সুরক্ষার জন্যই দেবো।’

তৃণমূল নেত্রী জানান, টাকা দিয়ে হয় না। হৃদয় দিয়ে ভোটটা হয়। তাই ভোট তৃণমূলকে দিন। সূত্র: হিন্দুস্তান টাইমস।

/এমপি/
সম্পর্কিত
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
কেক কেটে আর কাচ্চি বিরিয়ানিতে বন্ধুত্বের উদযাপন দিল্লি ও ঢাকার
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি