X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ফেসবুকজুড়ে হোমপেজ হয়ে উঠলো লাল-সাদা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২১, ২০:১২আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ২০:১৭

ছয় বছরের তৃণ জানে পহেলা বৈশাখ কী? এইদিনে বিশেষ পোশাক আছে, খাওয়ার নিয়ম আছে। রাতের বেলা বলে রেখেছিল সে ভর্তা দিয়ে ভাত খাবে। এমনকি তার আবদারের তালিকায় ছিল শুটকিও। সকালে খালার পাঠানো সাদা পাঞ্জাবি পরে আয়োজন করে সে ভর্তা দিয়ে ভাত খেতে বসে। দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক মাসুদা ভাট্টি ফেসবুকে সেই ছবি পোস্ট করে লিখেছেন, ‘পুত্র সকাল সকাল পান্তা আর ভর্তা খেতে চাইলো। করে দিলাম, তার খুশি দ্যাখে কে!! রুমকি খালামণি পান্জাবি পাঠিয়েছে, নীতু মাসি বেলুন/রঙ/তুলিসহ কত কী!! ওরই বৈশাখ। পৃথিবীটাও ওরই।’

. করোনাকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ভরে উঠেছে সন্তানদের হাসি মাখা মুখ, সাদা-লাল পোশাকে। করোনার সংক্রমণ রোধে বুধবার (১৪ এপ্রিল) থেকে সাত দিনের লকডাউন শুরু হওয়ায় বাইরে কোনও আয়োজন নেই। ঘরের মানুষেরা নিজেরা একসঙ্গে দিনটি পালন করছেন যার যার মতো। আজ  থেকে রোজা শুরু হওয়ায় দুপুরে নেই আয়েশ করে খাওয়ার আয়োজন। প্রথম দিনের ইফতার নিজেরা উৎসবের আমেজে কীভাবে পালন করবেন, সেই প্রস্তুতি চলছে।

. সৌম্য মায়ের সঙ্গে নববর্ষ পালন করছে বাসায়। সাদা-লাল রঙে মেশানো পাঞ্জাবি পরে সৌম্য গান করে, অন্যদের শুভেচ্ছা জানায়। কর্মজীবী মা সবসময় সময় দিতে পারেন না। কিন্তু লকডাউনের কারণে বিশেষ দিনটিতে ঘরে বসেই একটু আরাম করে নিজের শিশুকে সাজিয়ে নিজেও সেজেছেন হালকা লালে।

. বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাবরিনা সুলতানা চৌধুরী নতুন করে আজকের দিনে না সাজলেও পুরনো বৈশাখের ছবি ফেসবুকে দিয়ে লিখেছেন, ‘‘আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে…, তবুও আমাদের বৈশাখ আসে। আমাদের বাংলা নতুন বছর আসে। আমরা আশায় বুক বাঁধি। ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা।’ সত্যি রোগ জরা দূর হোক। আমার আর প্রথমার পক্ষ থেকে বন্ধুদের নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ ১৪২৮ বঙ্গাব্দ! (পুরনো ছবি দেখে বিভ্রান্ত হবেন না। এই দুষ্কালের দিবানিশিতে কোনও সাজ-সজ্জার বা উৎসব আয়োজনের মতো মানসিক স্থিতি নেই)।’’ 

. দেড় বছরের আনাহিতা সাদা লাল শাড়ি আর চুলে সাজা ফুল দিয়ে বুঝতে পারছে আজকের দিনটা একটু অন্যরকম। আনন্দ তার চোখেমুখে। তার মা আইনজীবী মিতি সানজানা অন্য যেকোনও উৎসবের চেয়ে নববর্ষ উদযাপন করেন আনন্দের সঙ্গে। তিনি বলেন, ‘এই দিনটাতে আমার অন্যরকম আনন্দ লাগে। কিন্তু করোনা পরিস্থিতিতে এখন তো কিছু করা যাচ্ছে না। তাই পরিবারের সবাই মিলে আমরা  সকালবেলা বাসাতেই একটু বৈশাখী সাজ দিয়ে ছবি তুলে বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম।’

/ইউআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা