X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ওয়ালটনের আবেদন, বিশেষ সুবিধা পাবে বাকিরাও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২১, ২১:১০আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ২১:১০

শুধু গার্মেন্ট পণ্য নয়, শিল্পে উৎপাদিত নিত্যব্যবহার্য অন্য সব পণ্যের উৎপাদন, পরিবহন, সরবরাহ ও রফতানিতে ব্যবহৃত সকল যানবাহন চলবে। ওয়ালটনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ এ সুবিধার কথা জানিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় থেকে দেশের সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে এ আদেশ সংক্রান্ত চিঠিও পাঠানো হয়েছে।

নিত্যব্যবহার্য পণ্য উৎপাদনকারী হিসেবে কঠোর বিধিনিষেধের মধ্যে পণ্য ও সেবা পরিবহনে বিশেষ সুবিধা চেয়ে আবেদন করে ওয়ালটন। তাদের আবেদনে ইতিবাচক সাড়া দিয়ে চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এ ধরনের প্রতিষ্ঠান ও ব্রান্ড দেশে আরও থাকলেও, মন্ত্রণালয় কেন শুধু ওয়ালটনকে এ সুবিধা দিয়েছে- এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘দেশের সকল নিত্যব্যবহার্য পণ্য উৎপাদনকারীই এই সুবিধা পাবে। ওয়ালটনের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ে লিখিত আবেদন করা হয়েছিল। আবেদনের জবাবে তাদের চিঠি দিয়ে বিশেষ সুবিধার কথা জানানো হয়েছে।’

বাণিজ্যমন্ত্রী আরও জানান, ‘দেশের অন্য কোনও শিল্প প্রতিষ্ঠান এভাবে লিখিত আবেদন করেনি। করলে তাদেরকেও সুবিধা দেওয়ার কথা জানানো হতো। তবে তারাও বিশেষ সুবিধা পাবে।’

ওয়ালটনকে দেওয়া জবাবে বলা হয়েছে, করোনা মহামারির এই সময়ে জনসাধারনের জীবনযাত্রা নির্বাহের জন্য প্রয়োজনীয় বিভিন্ন প্রকার ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ডিজিটাল ডিভাইস বা পণ্য যেমন জরুরি, তেমনি এগুলোর নিরবচ্ছিন্ন গ্রাহক সেবা নিশ্চিত করাও অপরিহার্য।

চিঠিতে আরও বলা হয়েছে, জনসাধারণের দৈনন্দিন জীবনমান স্বাভাবিক রাখতে ওয়ালটন ও মারসেল ব্যান্ডের নিত্যব্যবহার্য পণ্য সরবরাহ বিক্রয় ও সেবা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দফতর, বিভাগ ও সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে। 

উল্লেখ্য, করোনা সংক্রমণ ঠেকাতে গত ১২ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা বিধিনিষেধের ‘গ’ তে বলা হয়েছে পণ্য পরিবহন ও উৎপাদন ব্যবস্থার ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।

/এসআই/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন