X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১
বাংলাদেশের প্রসিদ্ধ মসজিদ

সবুজের সমারোহে পাইকপাড়া সরকারি স্টাফ কোয়ার্টার মসজিদ

চৌধুরী আকবর হোসেন
১৫ এপ্রিল ২০২১, ১০:০০আপডেট : ২০ এপ্রিল ২০২১, ১৫:০৬

বিশ্বে গর্ব করার মতো আমাদের আছে হাজার বছরের সমৃদ্ধ ঐতিহ্য। পাশাপাশি স্থাপত্যকলাতেও কোনও অংশে কম ছিল না এ অঞ্চল। আমাদের যে স্থাপনাশৈলী এখনও বিমোহিত করে চলেছে অগণিত ভ্রমণচারী ও মননশীল মানুষকে, তার মধ্যে আছে দেশজুড়ে থাকা অগণিত নয়নাভিরাম মসজিদ। এ নিয়েই বাংলা ট্রিবিউন-এর ধারাবাহিক আয়োজন ‘বাংলাদেশের প্রসিদ্ধ মসজিদ’। প্রথম পর্বে থাকলো পাইকপাড়া সরকারি স্টাফ কোয়ার্টার মসজিদের কথা...

দূর থেকেই দেখা যায় দুটি সুদীর্ঘ মিনার। ব্যস্ত রাস্তার পাশে মিনার দুটিই যেন জানান দিচ্ছে-এখানে একটি মসজিদ আছে। কাছে আসতেই চারপাশ জুড়ে সবুজের সমারোহ। এর মাঝেই মসজিদটি। যার চোখ জুড়ানো নির্মাণশৈলী দেখে ক্ষণিকের জন্য থমকে যেতে বাধ্য যেকোনও পথিক।

সবুজের সমারোহে পাইকপাড়া সরকারি স্টাফ কোয়ার্টার মসজিদ

রাজধানীর মিরপুর আনসার ক্যাম্প বাসস্ট্যান্ড থেকে একটু সামনে এগোলেই পাইকপাড়া সরকারি স্টাফ কোয়ার্টার জামে মসজিদ। শুরুতে পাইকপাড়া সরকারি স্টাফ কোয়ার্টারের বাসিন্দাদের জন্য ছোট একটি জামে মসজিদ ছিল এটি। কুয়েত সরকারের উদ্যোগে বদলে যায় এর কাঠামো। পুনঃনির্মাণে অর্থায়ন করে কুয়েত আওক্বাফ পাবলিক ফাউন্ডেশন (কেএপিএফ)। এরপরই পুরনোটিকে সংস্কার করে বানানো হয় দৃষ্টিনন্দন মসজিদটি।

এর জন্য ১২ কোটি টাকা দিয়েছিল কেএপিএফ। তৎকালীন রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমান ২০১১ সালে মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সবুজের সমারোহে পাইকপাড়া সরকারি স্টাফ কোয়ার্টার মসজিদ

বাইরের দেয়াল ঘিয়া রঙের। সেই রঙের ভেতর সোনালী কারুকাজ। সামনে সাজানো বাগান।

পাঁচ বছর লেগেছে মসজিদটির নির্মাণে। পুনরায় চালু হয় ২০১৬ সালের ২৫ মার্চে। প্রায় ৫৫ হাজার বর্গফুট আয়তনের মসজিদটির ভেতরে দুই জায়গায় ওজু করার ব্যবস্থা আছে। আছে সুপরিশর শৌচাগার। এ ছাড়া পাঠাগার, ইমাম ও মুয়াজ্জিনদের বসার স্থানও আছে।

ভেতরেও রয়েছে নকশার কারুকাজ। সুউচ্চ তুষার শুভ্র পিলারগুলো দেখে মন ভরবে মুসুল্লির। এর জানালার কাচগুলো নীলাভ। প্রবেশদ্বারও বিশাল। মেঝেতে সাদা আর খয়েরি টাইলস।

সবুজের সমারোহে পাইকপাড়া সরকারি স্টাফ কোয়ার্টার মসজিদ

একসঙ্গে প্রায় সাড়ে ৫ হাজার মানুষ নামাজ আদায় করতে পারবেন। নারীদের জন্যও আলাদা ব্যবস্থা আছে। কুয়েতের অর্থায়নে বানানো বলে অনেকেই এটাকে কুয়েতি মসজিদ নামেও চেনে। জুমার দিনে অনেকেই দূর থেকে আসেন এই মসজিদে নামাজ পড়তে। এছড়া চলার পথে অনেকেই থেমে দাড়ান, মসজিদটি দেখতে।

/সিএ/এফএ/
সম্পর্কিত
বাংলাদেশের প্রসিদ্ধ মসজিদটানা ৯৫ বছর কোরআন তিলাওয়াত হচ্ছে যে মসজিদে
বাংলাদেশের প্রসিদ্ধ মসজিদএখনও স্বমহিমায় শায়েস্তা খাঁর লালমাটিয়া শাহী মসজিদ
খুঁটিতে গুলির চিহ্ন আছে কিশোরগঞ্জের শহীদী মসজিদে
সর্বশেষ খবর
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন ৫ জুন
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন ৫ জুন
সোনার দাম ভ‌রিতে কমলো ৩ হাজার টাকা
সোনার দাম ভ‌রিতে কমলো ৩ হাজার টাকা
অস্ত্র লুটের ঘটনায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতাসহ আরও ৭ জন কারাগারে
অস্ত্র লুটের ঘটনায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতাসহ আরও ৭ জন কারাগারে
তিন গোলে জেতার আশা করেননি পুলিশের রোমানিয়ান কোচ
তিন গোলে জেতার আশা করেননি পুলিশের রোমানিয়ান কোচ
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ