X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
লকডাউনে ঘুরে দাঁড়ালো শেয়ার বাজার

মূলধন বাড়লো সাড়ে ৩ হাজার কোটি টাকা

গোলাম মওলা
১৬ এপ্রিল ২০২১, ১৮:০৪আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ১৮:০৪

করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় লকডাউন ঘোষণা করেছে সরকার। এই লকডাউন চলাকালে ভালো পারফরমেন্স দেখালো দেশের শেয়ার বাজার। প্রায় তিন মাস ধরে টানা পতনের কব্জায় থাকা শেয়ার বাজার ফের ঘুরে দাঁড়িয়েছে। এতে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে সাড়ে তিন হাজার কোটি টাকা।

দেখা যাচ্ছে, গেল সপ্তাহে লেনদেন হওয়া চার কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবস শেয়ার বাজার ঊর্ধ্বমুখী ছিল। এর ফলে সপ্তাহজুড়ে দাম বাড়া প্রতিষ্ঠানের তালিকা বড় হয়েছে। সেইসঙ্গে বেড়েছে সবকটি মূল্যসূচক। পাশাপাশি লেনদেনের গতিও বেড়ে গেছে।

মূলধন বাড়লো ৩ হাজার ৫১৫ কোটি টাকা

ডিএসই তথ্য বলছে, গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসই'র বাজার মূলধন দাঁড়িয়েছে ৪ লাখ ৬২ হাজার ৭৫৪ কোটি টাকা, যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৪ লাখ ৫৯ হাজার ২৩৯ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহে ডিএসই’র বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৫১৫ কোটি টাকা।

লকডাউনের মধ্যে মূলধন বেড়ে যাওয়া ও বাজার গতিশীল হওয়া প্রসঙ্গে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএসের গবেষক ড. জায়েদ বখত বলেন, ‘দীর্ঘদিন বাজার পতনের মধ্যে ছিল। এখন সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছে। এতে লকডাউনের কোনও বিষয় নেই।’ তার মতে,   বিনিয়োগবান্ধব শেয়ার বাজার হওয়া জরুরি।

এদিকে গত সপ্তাহজুড়ে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫৫ দশমিক ৪১ পয়েন্ট। অবশ্য আগের চার সপ্তাহ টানা এই সূচকটি কমেছিল। আগের চার সপ্তাহের টানা পতনে ডিএসই’র প্রধান মূল্যসূচক কমেছে ৩১৪ দশমিক শূন্য ৯ পয়েন্ট।

প্রধান মূল্যসূচকরে পাশাপাশি গত সপ্তাহজুড়ে বেড়েছে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক। গেল সপ্তাহে এই সূচকটি বেড়েছে ৩৬ দশমিক ৪৩ পয়েন্ট। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ৭ দশমিক শূন্য ৯ পয়েন্ট। অবশ্য তার আগের তিন সপ্তাহের টানা পতনে সূচকটি কমেছিল ১৭১ দশমিক ৩৭ পয়েন্ট।

অপরদিকে ইসলামী শরিয়াহ্ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচক গত সপ্তাহে বেড়েছে ১১ দশমিক ৪২ পয়েন্ট। এর আগের চার সপ্তাহ সূচকটির পতন হয়। এই টানা পতনে সূচকটি কমেছিল ৬৮ দশমিক ১১ পয়েন্ট।

সবকটি মূল্যসূচকের উত্থানের পাশাপাশি গত সপ্তাহে ডিএসইতে লেনদেন অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ২১৭টি প্রতিষ্ঠান। দাম কমেছে ৯০টির এবং ৬০টি প্রতিষ্ঠানের দাম অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন ৫০৪ কোটি টাকা

সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৫০৪ কোটি ৮০ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৪৬৪ কোটি ৯২ লাখ টাকা। অর্থাৎ, প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৩৯ কোটি ৮৮ লাখ টাকা।

গত সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ১৯ কোটি ২২ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয় ২ হাজার ৩২৪ কোটি ৬৩ লাখ টাকা। সেই হিসাবে মোট লেনদেন কমেছে ৩০৫ কোটি ৪১ লাখ টাকা। মোট লেনদেন কমার কারণ গত সপ্তাহের এক কার্যদিবস কম লেনদেন হয়।/এপিএইচ/

/এপিএইচ/
সম্পর্কিত
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
সর্বশেষ খবর
৬ মামলায় জামিন পেলেন বিএনপি নেতা গয়েশ্বর
৬ মামলায় জামিন পেলেন বিএনপি নেতা গয়েশ্বর
চিকিৎসক ছাড়াই রক্ত ট্রান্সফিউশনের সময় হাজির ম্যাজিস্ট্রেট
চিকিৎসক ছাড়াই রক্ত ট্রান্সফিউশনের সময় হাজির ম্যাজিস্ট্রেট
অশ্রু ঝরিয়ে বৃষ্টির প্রার্থনা
অশ্রু ঝরিয়ে বৃষ্টির প্রার্থনা
নাইজেরিয়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি
নাইজেরিয়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না