X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কেউ কিনছেন সেমাই, কেউ দিচ্ছেন আড্ডা!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২১, ০৮:৫৮আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ০৮:৫৮

সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিন ছিল শুক্রবার (১৬ এপ্রিল)। সরকারি ছুটির দিন হলেও শুক্রবার রাজধানীর অলিতে গলিতে নিষেধাজ্ঞা উপেক্ষা করার প্রবণতা বেশি ছিল। কমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি। তবে লকডাউনের বিধিনিষেধ তদারকিতে শুক্রবারও অভিযান চালিয়েছে সিটি করপোরেশন। সংস্থাটি কেবল  দক্ষিণ থেকে ৬টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিচালিত অভিযানে ১৩টি মামলায় ৩৩ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।

লকডাউনের শুরুর দিন ১৪ এপ্রিল নববর্ষের ছুটি ও পহেলা রমজান থাকায় রাস্তায় গাড়ির চাপ কম থাকলেও দ্বিতীয় দিন ব্যাংকসহ বেশকিছু অফিস আদালত খোলা থাকায় এবং চেকপোস্টে জিজ্ঞাসাবাদের মুখে পড়ার কারণে প্রধান সড়কে বেলা ৩টা পর্যন্ত গাড়ির চাপ ছিল। তবে তৃতীয় দিন অলিগলি ছিল এলাকাবাসীর দখলে। তারা কেউ শুক্রবার বাজার সেরেছেন, বন্ধুবান্ধব নিয়ে ইফতার করেছেন। আবার কেউ ফাঁকা রাস্তায় আড্ডা দিয়েছেন ঘণ্টার পর ঘণ্টা।

শ্যামলী শিশুমেলার থেকে আগারগাঁওয়ে পথে এসে পর্যটন করপোরেশনের ভবনের উল্টো দিকের রাস্তা বন্ধ ছিল। বন্ধ রাস্তায় শের-ই-বাংলা নগর থানা পুলিশের লকডাউন কাঁটাতার দেওয়া। বড় করে লেখা আছে লকডাউন। অথচ ঝকঝকে বড় রাস্তায় শ’খানেক মানুষ দলে দলে ভাগ হয়ে আড্ডা দিতে দেখা গেছে। দুইটা চায়ের দোকানও খোলা।

প্রধান সড়কগুলো ফাঁকা থাকলেও লকডাউনের লেশমাত্র ছিল না অলিগলিতে। দোকানগুলোতে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। অনেকেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য বের হলেও অধিকাংশকেই দেখা গেছে বিনা প্রয়োজনে ঘোরাঘুরি করতে।

শামসুল হক নামে এক ব্যক্তি মুদির দোকানে দাঁড়িয়েছিলেন। মাস্ক থুতনিতে নামানো। কী কিনতে এসেছেন জানতে চাইলো বলেন, ‘ঈদের সেমাই চিনি কিনে রাখছি। এরপর লকডাউনের স্থায়িত্ব যদি বাড়ে তাহলে বিপদে পড়ে যাবো।’

অন্তত এই সাতদিন ঘরে থাকা যেত কিনা প্রশ্নের জবাবে বলেন, ‘আমার বাসা পাশেই। অনেকেই বের হচ্ছে দেখে সাহস করলাম।’ পাশে থাকা সুলতান উদ্দিন বলেন, ‘আগেরবার পাড়া মহল্লার দোকানেও চিহ্ন দিয়ে সামাজিক দূরত্ব মানতে বলা হয়েছিল। এবার তো কিছুই হচ্ছে না।’

স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর বলেন, ‘মানুষ যদি স্বাস্থ্যবিধি না মানে, লকডাউনটা যদি কার্যকর করা না যায় তাহলে সংক্রমণ থামানো যাবে না।’

পরিস্থিতি সহসা ভালো হবে কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। আগে একজন থেকে দুজন সংক্রমিত হচ্ছিল, এখন সেটা দ্বিগুণ হয়ে গেছে।’

প্রসঙ্গত, শুক্রবার করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন চার হাজার ৪১৭ জন। দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে শনাক্ত হয়েছেন সাত লাখ ১১ হাজার ৭৭৯ জন।

 

/ইউআই/এসটি/
সম্পর্কিত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
সর্বশেষ খবর
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’