X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

কবরী আন্টিকে বকুল ফুল মনে হলো: ফাহমিদা নবী

বিনোদন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২১, ১২:২৯আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ১২:৩৬

মিষ্টি মেয়ে কবরীকে আন্টি বলে সম্বোধন করেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। সম্ভবত বাবা কিংবদন্তি মাহমুদুন্নবীর সূত্রে। ডাকাডাকি বিষয় নয়, তাদের মধ্যে সম্পর্কটা ছিলো বেশ আত্মিক- এটুকু স্পষ্ট হলো সাম্প্রতিক সময়ে ফাহমিদা নবী ও সামিনা চৌধুরীর কয়েকটি প্রতিক্রিয়ায়।

গতরাতে কবরীর মৃত্যুর খবরে অনেক বড় ধাক্কা খেয়েছেন ফাহমিদা নবী। ফেসবুকে একটা অন্যরকম ছবি প্রকাশ করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আজ আর কোনও ছবি নয়, মনের ভেতর থাকুক সেই ছবি, যে ছবি চির অমলিন। কিন্তু এই ছবিটা না দিয়ে পারলাম না। কেমন যেন মায়া আর কষ্টমাখা আত্মবিশ্বাসী ছবিটা! ছবিটাতে একজন সংগ্রামী, কষ্টকে জয় করা এবং আবার স্বপ্ন দেখবার প্রত্যয়ে নিজেকে তৈরি করার একজন নতুন সাহসী নারীকে দেখলাম, মনে হলো উনাকে নিয়ে লিখে কিছুটা হারানোর বেদনা ভুলি....! মনে হচ্ছে অনেক বৃষ্টি হোক, ঝড় হোক- ঝরে যাক অব্যক্ত বেদনা এই ভোর রাতে!’

ফাহমিদা নবীর পছন্দের ছবিটি তখন সত্যিই ঝড় বইছিলো বাইরে। বহুদিন পর তুমুল ঝড়! 

কবরীকে হঠাৎ হারিয়ে ফেলা প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘মৃত্যু যার যখন হবে, তার তখনই চলে যেতে হবে। এ নিয়ে আর কিছু বলবো না। পবিত্র মাসে চলে গেলেন সেটাই ভালো হলো। আজ আব্বার কথা মনে পড়ছে, কাঁদতে পারি না আর! কবরী আন্টিকে আমার বকুল ফুল মনে হলো। জানি না কেন! বকুল ফুলকে খুব সাহসী আর দুঃখী ফুল মনে হয়, সেই ছোটবেলা থেকে। যখনই কুড়াতাম, তখনই মনে হতো, এই ফুল তো ছেঁড়া যায় না, বিশাল গাছে ছোট্ট ছোট্ট ফুল। ঝরে ঝরে পড়ে, বৃষ্টি ফোঁটার মতো। মনে হয় কাঁদে আর সুখ বিলায় তারা! শুকিয়ে যায় তবুও গন্ধ ছড়াতে থাকে আজীবন, কি আশ্চর্য!’

বকুল ফুলকে দামি ও সংগ্রামী ফুল হিসেবেও অভিহিত করেন এই সংগীতশিল্পী।

কবরী সম্পর্কে ফাহমিদা নবী আরও বলেন, ‘অনেক যুদ্ধ করেছেন নিজের সাথে নিজেই বোধহয়! অনেক ক্লান্ত ছিলেন। অনেক বেদনাকে ছাপিয়ে আবার হাঁটতে, পথ খুঁজেছিলেন হয়তো! শিল্পীর জীবন, হাসির আড়ালে কান্না। কেউ সেটা বোঝে না। আপনার স্বপ্নের ছবিটা বানানো হলো না আন্টি! থাক, চিরনিদ্রায় আপনার আত্মার শান্তি হোক। আপনার জন্য বকুল ফুলের ভালোবাসা।’

টানা ১২ দিন করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করে হেরে গেছেন কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী (৭০)। শুক্রবার দিবাগত রাত (১৭ এপ্রিল) ১২টা ২০মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

/এমএম/
সম্পর্কিত
কবরী: ৭ দশকের জীবনে ৫৬ বছরই ছিলেন সিনেমার সঙ্গে
প্রয়াণ দিনে স্মরণকবরী: ৭ দশকের জীবনে ৫৬ বছরই ছিলেন সিনেমার সঙ্গে
কবরীর জন্মদিনে শিল্পী সমিতিতে আয়োজন
কবরীর জন্মদিনে শিল্পী সমিতিতে আয়োজন
‘মিষ্টি মেয়ে’ কবরীর চলে যাওয়ার এক বছর
‘মিষ্টি মেয়ে’ কবরীর চলে যাওয়ার এক বছর
টিভি পর্দায় কবরীর ‘আয়না’
নারী দিবসের আয়োজনেটিভি পর্দায় কবরীর ‘আয়না’
বিনোদন বিভাগের সর্বশেষ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা