X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
কবরী-সালওয়ার শেষ কথা

‘আমার এখন জ্বর, সুস্থ হলে বাসায় এসো’

বিনোদন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২১, ১৫:২৮আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ১৫:৫৮

কবরী নির্মিত-অভিনীত শেষ ছবি ‘এই তুমি সেই তুমি’। চলমান করোনাকালের ফাঁকে ফাঁকে শেষ করেছেন এর শুটিং। বাকি ছিলো সম্পাদনা ও ডাবিং। সেটির কাজও তিনি একটু একটু করে এগিয়ে নিচ্ছিলেন। কিন্তু শেষ আর করা হলো না। তার আগেই নিভে গেল এই কিংবদন্তির জীবন প্রদীপ।

শেষ ছবিতে কবরীর মেয়ে চরিত্রে অভিনয় করেন নবাগতা নিশাত নাওয়ার সালওয়া। গত ২৪ মার্চ বরেণ্য এই অভিনেত্রীর সঙ্গে ডাবিংয়ে অংশ নিয়েছিলেন তিনি। আর ৫ এপ্রিল সর্বশেষ ফোনে কথা হয় দু’জনার। যা এখন শুধুই স্মৃতি। সালওয়া জানালেন এই কিংবদন্তির সঙ্গে কাজ করার নানা অভিজ্ঞতার কথা।

সালওয়ার ভাষ্য, ‘২৪ মার্চ আপার সঙ্গেই সারাদিন ছিলাম। এদিন আমাদের ছবির ডাবিং হয়। আমার অংশের কাজ পুরোপুরি শেষ হয়েছিল। আমি বলব, আমার জন্য বড় একটি অভিজ্ঞতা হলো এই ছবি।’

শুধু অভিজ্ঞতাই নয়, কবরীর নায়িকা হওয়াটা তার জন্য বড় প্রাপ্তি হিসেবে মনে করেন। ‘কবরী আপার ছবিতে নায়িকা হওয়াটা আমার জীবনের প্রাপ্তি। অনেক সময় পরিচয় করিয়ে দেওয়া হয়, অমুক নায়কের নায়িকা। কিন্তু আমাকে সবাই বলেন, তিনি কবরীর নায়িকা। এটার চেয়ে তো বড় আর কিছু নেই। এক বছরের বেশি আমি উনার সংস্পর্শ পেয়েছি। অবশ্যই আমি ভাগ্যবতী।’ বললেন সালওয়া।

কাজ করতে গিয়ে কবরী পরিবারের সদস্য হয়ে গিয়েছিলেন সালওয়া। সন্তানের মতোই তাকে দেখতেন কবরী। বিষয়টি নিয়ে সালওয়া বলেন, ‘একটা সন্তানের সঙ্গে মা কী করেন? বকা দেন, রাগ করেন আবার আদর করেন। উনি তা-ই করতেন। প্রথম প্রথম আমার মন খারাপ হতো। পরে বুঝলাম, আরে না, তিনি তো আমার ভালো চান বলেই এভাবে বলেন। আমি বলব, উনি অভিমানী ছিলেন। মানুষ যার ওপর অধিকার রাখে তার সঙ্গেই রাগ করেন। তিনি চাইতেন, আমার অভিনয় যেন পারফেক্ট হয়- তাই বকা দিতেন। আর ঘরোয়া কবরী খুবই সিম্পল। তার বাসায় গেলে বোঝাই যেত না, উনি এত বড় অভিনেত্রী।’

সর্বশেষ কথা প্রসঙ্গে সালওয়া বলেন, ‘‘কিছুদিন আগে চাঁদপুরে ‌‌‘বুবুজান’ চলচ্চিত্র নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। কবরী আপা নিজেই ফোন দিতেন। খোঁজ খবর নিতেন। গত ৫ এপ্রিল ফোন দিয়েছিলেন। মজা করে বললেন, ‘এখন তো তুমি ব্যস্ত, তোমার সিডিউল পাওয়া কঠিন! এখন তো বাসায় আসবে না!’ আমি বললাম, ‘আপা কাজ নিয়ে একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আমি শিগগিরই আসবো।’ চটকরে তিনি বললেন, ‘এখন আসার দরকার নাই। আমার শরীর খারাপ, জ্বর। সুস্থ হই, তারপর এসো।’ সেই জ্বরটাই কাল হলো। আপা আর সুস্থ হলেন না।’’

সালওয়া জানালেন, তাদের ছবির শুটিং পুরোপুরি শেষ। পোস্ট প্রোডাকশনের কাজ হলেই ছবিটি মুক্তি পেত। কবরী মুক্তির জন্যই প্রস্তুতি নিচ্ছিলেন।

/এম/এমএম/
সম্পর্কিত
কবরী: ৭ দশকের জীবনে ৫৬ বছরই ছিলেন সিনেমার সঙ্গে
প্রয়াণ দিনে স্মরণকবরী: ৭ দশকের জীবনে ৫৬ বছরই ছিলেন সিনেমার সঙ্গে
২১ প্রেক্ষাগৃহে ‘বুবুজান’ মাহি
এ সপ্তাহের ছবি২১ প্রেক্ষাগৃহে ‘বুবুজান’ মাহি
কবরীর জন্মদিনে শিল্পী সমিতিতে আয়োজন
কবরীর জন্মদিনে শিল্পী সমিতিতে আয়োজন
‘মিষ্টি মেয়ে’ কবরীর চলে যাওয়ার এক বছর
‘মিষ্টি মেয়ে’ কবরীর চলে যাওয়ার এক বছর
বিনোদন বিভাগের সর্বশেষ
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!