X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্য বিধি মানতে নারাজ ‘টিসিবির লাইন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২১, ১৯:২৮আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ১৯:২৮

পবিত্র রমজান উপলক্ষে পণ্য বিক্রি শুরু করেছে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। দেশে চলমান কঠোর বিধি-নিষেধের মধ্যেও ক্রেতাদের সুবিধার্থে রাজধানীর ৫০টি স্থানে পণ্য বিক্রি চালু রেখেছে। এসব স্থানে করোনাকালে স্বাস্থ্য বিধি মেনে পণ্য ক্রয়-বিক্রয়ের কথা থাকলেও ক্রেতারা বেশিরভাগ ক্ষেত্রেই তা মানছেন না। আর বিক্রিতে হিড়িক থাকায় ডিলাররাও সেই বিষয়ে উদাসীন।

শনিবার (১৭ এপ্রিল) রাজধানীর বিভিন্ন পয়েন্টে ঘুরে টিসিবির বিক্রয় কার্যক্রমে এসব চিত্র দেখা যায়।

বুধবার (১ এপ্রিল) থেকে দেশব্যাপী টিসিবির ৩৫০টি ট্রাকের মাধ্যমে মসুর ডাল, চিনি ও সয়াবিন তেল বিক্রি করা শুরু হয়েছে বলে জানায় টিসিবি। পবিত্র রমজান উপলক্ষে রাজধানীতে ৫০টি, চট্টগ্রামে ১৬টি, অন্যান্য বিভাগীয় শহরে ১০টি ও জেলা শহরে ৪টি করে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি হবে।

রাজধানীর ফার্মগেট, মতিঝিল, তেজগাঁওসহ কয়েটি এলাকার টিসিবির বিক্রয় কার্যক্রম ঘুরে দেখা গেছে, ট্রাকের পেছনে রাস্তায় নির্দিষ্ট দূরত্বে সাদা দাগ টানা আছে। সেই অনুযায়ী লাইনে দাঁড়িয়েছেন ক্রেতারা। কিন্তু যেখানে দাগ আঁকা সেই দূরত্বে থাকার ধৈর্য নেই ক্রেতাদের। এছাড়া মাস্ক ছাড়াও অনেকে লাইন দাড়িয়ে অপেক্ষা করেন। তাদের পুরোটা মনযোগই যেন বেচাকেনার দিকে।

টিসিবির লাইনে দাড়িয়ে অপেক্ষমাণ শফিকুল ইসলামের কাছে শারীরিক দূরত্বে থাকার কথাটি স্মরণ করিয়ে দিলে তিনি বলেন, তাড়াহুড়োয় খেয়াল করা হয়নি।

এছাড়া মাস্কবিহীন কয়েকজনের সঙ্গে কথা বলতে চাইলে সাংবাদিক পরিচয় শুনেই মুখ অন্যদিকে ঘুরিয়ে নেন।

টিসিবির ট্রাকে ডিলারের বিক্রয় প্রতিনিধিরা জানান, মানুষকে স্বাস্থ্য বিধি পালনের জন্য বলা হলেও সেটি তারা মানতে নারাজ। বিক্রির চাপে আমরা অনেক সময় বলতেও পারি না। একবার দুইবার বলার পর ঠিক করলেও আগের মতো হয়ে যায়। আমরা বিক্রি দেখবো নাকি লাইন সামলাবো?

টিসিবির পণ্য আর বাজার মনিটরিংয়ের দায়িত্বে আছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। প্রতিষ্ঠানটির উপ-পরিচালক মাসুম আরেফিন বাংলা ট্রিবিউনকে বলেন, কিছু জায়গায় মানছে সাধারণ মানুষ, কিছু জায়গায় মানছে না। আমরা অভিযানের সময় দূরে দূরে সরিয়ে দিই। যারা ডিলার আছে তাদেরকে নির্দেশনা দিচ্ছি যেন শারীরিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্য বিধি মেনে পণ্য বিক্রয় করে। সেজন্য ক্রেতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যেন কাজটি করে। সেখানে দুটি লাইন থাকবে পুরুষ এবং নারীদের জন্য। আমরা মাইকে ক্রেতাদের সচেতন হওয়ার বিষয়ে বরাবরই আহ্বান জানাই এবং মনিটরিংয়ের কাজ করছি।

 

/এসও/এনএইচ/
সম্পর্কিত
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
ঢাকা শিশু হাসপাতালে আগুন
সর্বশেষ খবর
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
বায়ার্নের নজরে থাকা নাগেলসমানের সঙ্গে জার্মানির নতুন চুক্তি
বায়ার্নের নজরে থাকা নাগেলসমানের সঙ্গে জার্মানির নতুন চুক্তি
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!