X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

অফিস সময়ে ব্যক্তিগত গাড়ির চাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২১, ১০:৫৬আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ১০:৫৬

লকডাউনের পঞ্চম দিন আজ রবিবার (১৮ এপ্রিল) সকালে রাজধানীতে ব্যক্তিগত গাড়ির আধিক্য দেখা গেছে। অফিস সময়ে বিভিন্ন পয়েন্টের চেকপোস্টগুলোতে গাড়ির এই জট দেখা যায়। অন্যদিনের তুলনায় আজ পুলিশের তৎপরতাও কম চোখে পড়েছে। বেশ কিছু চেকপোস্টে পুলিশের উপস্থিতিও দেখা যায়নি।

রবিবার সকালে প্রগতি সরণির রামপুরা বাজার, নতুন বাজার কোকাকোলা মোড়, হাতিরঝিল এলাকা ঘুরে যানবাহনের তিব্র জট দেখা গেছে। এই এলাকাগুলোতে পুলিশের তৎপরতাও তুলনামূলক বেশি দেখা গেছে। চেক পোস্টগুলোতে সড়কে বের হওয়া যানবাহনগুলোকে দায়িত্বরত পুলিশ সদস্যদের জেরার মুখে পড়তে হয়েছে। যৌক্তিক কারণ দেখাতে না পারলে গাড়ি আটকে দেওয়া হচ্ছে। চেকপোস্টে ব্যক্তিগত গাড়ির সংখ্যাই ছিল বেশি। এ সময় সড়কে দেখা গেছে প্রাইভেটকারের দীর্ঘ সারি।

রবিবার সকালে রাজধানীর একটি রাস্তার চিত্র একই সময় খিলগাঁও রেলগেট, কমিউনিটি সেন্টার ও আবুল হোটেল মোড়ের চেক পোস্টে পুলিশ সদস্যদের দেখা যায়নি। এ সময় সড়কে ব্যক্তিগত যানবাহনের সংখ্যা বেশি দেখা গেছে।

সকালে নগরীর বিজয় সরণি মোড়েও বিপুল পরিমাণ যানবাহন দেখা গেছে। লাভ রোড সড়কের মোড়েও একই চিত্র দেখা গেছে। অকারণে কেউ বাসা থেকে বের হয়েছেন কিনা পুলিশ সদস্যরা তা পর্যবেক্ষণ করছেন। বাংলা মোটর, শাহবাগ, কাকরাইলসহ অন্যান্য সড়ক মোড়গুলোতেও ছিল একই চিত্র।

রবিবার সকালে রাজধানীর একটি রাস্তার চিত্র এদিকে লকডাউনে শর্ত অনুযায়ী পরিবহন ব্যবস্থা নিশ্চিত না করে অফিস চালু রাখায় সাধারণ কর্মজীবী মানুষ বিপাকে পড়েছেন।

মুভমেন্ট পাস না পেয়ে বিপাকে পড়েছেন অনেকেই। পুলিশি হয়রানির ভয়ে গুরুত্বপূর্ণ কাজেও অনেকে বাসা থেকে বের হচ্ছেন না। 

রবিবার সকালে রাজধানীর একটি রাস্তার চিত্র গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কর্মকর্তা আসগর আলী বলেন, ‘দীর্ঘ ৩০ মিনিট চেষ্টা করেও সার্ভার থেকে মুভমেন্ট পাস নিতে পারিনি। পরে বাধ্য হয়েই সড়কে বের হয়ে পড়েছি।’

ছবি: নাসিরুল ইসলাম

 

/এসএস/আইএ/
সম্পর্কিত
প্রথমবার লকডাউন চীনের বাণিজ্যিক শহর সাংহাই
প্রথমবারের মতো লকডাউনে কিরিবাতি
একজনের ওমিক্রন শনাক্তের পর পুরো বিল্ডিং লকডাউন
সর্বশেষ খবর
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া