X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

ফেসবুক অ্যাকাউন্টের জেরে পান্থ কানাইয়ের জিডি

বিনোদন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২১, ১৪:২২আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ২৩:২০

ফেসবুকে ভুয়া ও একই নামের অ্যাকাউন্ট বিভ্রান্তিতে আইনের দ্বারস্থ হয়েছেন দরাজ গলার গায়ক পান্থ কানাই।
আজ (১৯ এপ্রিল) সকালে রাজধানীর পল্লবী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এই সংগীতশিল্পী।

কারণ হিসেবে বাংলা ট্রিবিউনকে জানালেন, একই নাম ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত কিছু মহল থেকে সবাইকে সাবধান করতেই তার এই অভিযোগপত্র দাখিল।

পান্থ কানাই বলেন, ‘আমি গান নিয়েই থাকি। ফেসবুকে মাঝে মধ্যে হাজির হই। বেশ কয়েক দিন ধরে আমার কিছু শুভাকাঙ্ক্ষী বলছেন, আমার নামের একই অ্যাকাউন্ট থেকে নানা ধরনের পোস্ট করা হচ্ছে। এমনকি মেসেজও পাঠানো হচ্ছে। বিষয়টি খুবই গুরুতর। কারণ, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ধর্মীয়সহ স্পর্শকাতর নানা বিষয়ে আঘাত করা হয়। তাই আমি সচেতন নাগরিক হিসেবে আমার নিকটস্থ থানাকে অবহিত করলাম।’

এই গায়ক আরও বলেন, ‘‘বাংলায় ‘পান্থ কানাই’ প্রোফাইল ও ইংরেজিতে আমার পেজ আছে। আমার কিছু ভাই-বোন বিভ্রান্তিতে পড়েছিল। তাই আমি নিজেই সার্চ দিই। দেখি, পান্থ কানাই নামে প্রচুর অ্যাকাউন্ট। সেখান থেকে নিয়মিত নানা ধরনের পোস্ট দেওয়া হয়। আর এই নামটা একেবারেই আনকমন। তাই সহজেই সবাই ভাবতে পারেন, এগুলো আমার করা। এ কারণে জিডি করলাম।’’

‘নৌকা’-খ্যাত এ গায়ক জানালেন, লকডাউনে বাসায় গান নিয়েই আছেন। সময় কাটাচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যম, পরিবার ও নিয়মিত গানের চর্চা করে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
নোরা এবার র‌্যাপার! (ভিডিও)
নোরা এবার র‌্যাপার! (ভিডিও)
দ্য এলকেজি কোয়ার্টেট হাজির ‘পাগল’ নিয়ে
দ্য এলকেজি কোয়ার্টেট হাজির ‘পাগল’ নিয়ে
টলিউডে মিথিলার সিনেমায় ঢাকার অনিমেষ! (ভিডিও)
টলিউডে মিথিলার সিনেমায় ঢাকার অনিমেষ! (ভিডিও)
পাভেল আরিনের ‘লিভিং রুম’-এ সাধক জালাল খাঁ!
পাভেল আরিনের ‘লিভিং রুম’-এ সাধক জালাল খাঁ!
বিনোদন বিভাগের সর্বশেষ
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
দেশের প্রেক্ষাগৃহে আসছে নোলানের কালজয়ী দুই ছবি
দেশের প্রেক্ষাগৃহে আসছে নোলানের কালজয়ী দুই ছবি
পরীর টলিউড অধ্যায় শুরু
পরীর টলিউড অধ্যায় শুরু
নিজের যে স্বভাব লুকিয়ে রাখেন সারা
নিজের যে স্বভাব লুকিয়ে রাখেন সারা
চাঁদরাতে বেইলি রোডের অগ্নিকাণ্ড নিয়ে নাটক
চাঁদরাতে বেইলি রোডের অগ্নিকাণ্ড নিয়ে নাটক