X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

গরুর ফুসফুসে পানি ঢুকিয়ে বিক্রি করা হচ্ছিলো

রাজশাহী প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২১, ১৯:২৯আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ১৯:২৯

মাংসের ওজন বাড়াতে গরুর ফুসফুসের মধ্যে পানি ঢুকিয়ে বিক্রি করা হচ্ছিলো। আর ঠিক ওই সময় হাতে-নাতে বিষয়টি বুঝে মাংস ব্যবসায়ীকে ধরে ফেলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এক কর্মকর্তা। এমন অপরাধের কারণে ওই মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১৯ এপ্রিল) দুপুরে রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর বাজারে অভিযানে চালিয়ে এই জরিমানা করা হয়। পরে চাকু দিয়ে কেটে পানিগুলো বের করে ফেলেন ভোক্তা অধিকার কর্মকর্তা।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান মারুফ জানান, ওই মাংস ব্যবসায়ী গরুর মাংসের পাশাপাশি, কলিজা, ফুসফুস, বট (ভুঁড়ি) বিক্রি করেন। অভিযোগ ছিল গরুর ফুসফুসের মধ্যে কৌশলে পানি ঢুকিয়ে ওজন বাড়ান। এরপর সেই ফুসফুস বিক্রি করেন। এতে ক্রেতারা ওজনে কম পান। পরে দুপুরে লক্ষ্মীপুর বাজারের সাহেব আলী মাংসের ঘরে অভিযান চালানো হয়।

এ সময় গরুর ফুসফুসের মধ্যে হাতেনাতে পানি ঢোকানোর প্রমাণ পাওয়া যায়। তাই এমন অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের (২০০৯ এর ধারা ৪৫) সাহেব আলী মাংস ঘরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে চলমান এই অভিযানে লক্ষ্মীপুর এলাকায় সনি স্টোরকে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে এক হাজার টাকা, নিউমার্কেটের জাহাঙ্গীর কাঁচামালের দোকানকে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে দুই হাজার টাকা এবং বাবুর সবজির দোকানকে একই কারণে দুই হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মহানগরীর গোরহাঙ্গা রেলগেটে টিসিবির ট্রাকের সেলস মনিটরিং করা হয়। অভিযান চলাকালে ভোক্তা-ব্যবসায়ীদের মধ্যে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন সম্বলিত লিফলেট বিতরণ করা হয় এবং সেসঙ্গে ভোক্তা সংরক্ষণ আইন মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ