X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ সরবরাহ লণ্ডভণ্ড

ময়মনসিংহ প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২১, ২১:২০আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ২১:২০

ময়মনসিংহে কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা লণ্ডভণ্ড হয়ে পড়েছে। রবিবার (১৮ এপ্রিল) মধ্যরাতের এই ঝড়ের তাণ্ডবে ময়মনসিংহ নগরীর বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে। বিদ্যুৎ বিভাগের স্থানীয় কর্মকর্তারা সোমবার (১৯ এপ্রিল) দিনভর কাজ করেও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি। রমজানের এ সময় বিদ্যুৎ না থাকায় নগরবাসীকে চরম ভোগান্তি পোহাতে হয়েছে।

রাত ১০টার দিকে শহরে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

স্থানীয় সূত্রগুলো জানায়, রবিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে কালবৈশাখী ঝড় নগরীর মাসকান্দা, বলাশপুর, পাদ্রী মিশন রোড, দিগারকান্দা, কেওয়াটখালী ও শম্ভুগঞ্জসহ বিভিন্ন এলাকায় আঘাত হানে। বজ্রপাতসহ কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি, গাছপালা, ঘরবাড়ি ও বিলবোর্ড। নগরীর বলাশপুর বিলে ১১ কেভির তিনটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে। ফলে রাত আড়াইটা থেকে নগরীর ব্রাহ্মপল্লী বাগমারা পাদ্রী মিশন রোড বলাশপুর কেওয়াটখালী ও শম্ভুগঞ্জসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এ সময় নগরীর বহুতল ভবনের বাসিন্দাসহ নানা শ্রেণি-পেশার মানুষ চরম ভোগান্তির শিকার হয়।

বিদ্যুৎ সরবরাহ না থাকায় বেশিরভাগ বাসাবাড়িতে পানি সংকট দেখা দেয়। লকডাউনে ঘরবন্দি মানুষ চরম দুর্ভোগের শিকার হয়। বিদ্যুৎ বিভাগের স্থানীয় কর্মকর্তারা সোমবার সকাল দশটার দিকে ভেঙে পড়া বৈদ্যুতিক খুঁটি সরিয়ে সেখানে নতুন খুঁটি স্থাপনের চেষ্টা চালায়। তবে সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সচল করতে সক্ষম হয়নি বিদ্যুৎ বিভাগ।

ময়মনসিংহ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইন্দ্রজিত সরকার জানান, বিদ্যুৎ সরবরাহ সচল করতে বিদ্যুৎকর্মীরা সকাল থেকেই কাজ করছে। ঝড়ে বিলের মধ্যে খুঁটি ভেঙে পড়ায় কাজ করতে সমস্যা হয়েছে। তবে রাত ১০টার মধ্যে কাজ শেষ করে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করছি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’