X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, ৪০ ডিগ্রি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২১, ২৩:০৬আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ২৩:০৬

চলতি বছরের মধ্যে আজ  সোমবার (১৯ এপ্রিল) যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে রাজশাহীতে গত শুক্রবার (১৬ এপ্রিল) তাপমাত্রা উঠেছিল ৩৯ দশমিক ৮ ডিগ্রি। তাপমাত্রার এই বৃদ্ধি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। পটুয়াখালীসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃষ্টি না হলে এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতর জানায়, গত শনিবার ভোরে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কিছুটা কমলেও রবিবার দুপুর থেকে আবারও বাড়তে শুরু করে। অনেক এলাকায় বইতে শুরু করে তাপপ্রবাহ। বৃষ্টি না হলে আগামী ২৪ ঘণ্টা এই তাপমাত্রা একই থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের প্রায় সব অঞ্চলের তাপমাত্রা দুই সেলসিয়াস ডিগ্রি বেড়েছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে  ৪০ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ঢাকায় আজ তাপমাত্রা ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ৩৩ ডিগ্রি, ময়মনসিংহে  আজ  ৩২ দশমিক ৮, গতকাল ছিল ২৯ দশমিক ৬, চট্টগ্রামে আজ ৩৩ দশমিক ৮,গতকাল ছিল ৩৪ দশমিক ২, সিলেটে আজ ২৯ দশমিক ৮, গতকাল ছিল ২৯ দশমিক ৪, রাজশাহীতে আজ ৩৯ দশমিক ৫,  গতকাল  ছিল ৩৬, রংপুরে আজ  ৩৫,  গতকাল  ছিল ২৮ দশমিক ৮, খুলনায় আজ ৩৯,  গতকাল  ছিল ৩৩ দশমিক ৮ এবং বরিশালে আজ ৩৫ দশমিক ৮,  গতকাল   ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

অপরদিকে টাঙ্গাইল,  কিশোরগঞ্জ জেলাসহ ময়মনসিংহ, সিলেট, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে ৫২ মিলিমিটার। এছাড়া নিকলিতে ২,  ময়মনসিংহে ৯, শ্রীমঙ্গলে ৩, তেতুলিয়ায় ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে টাঙ্গাইল,  কিশোরগঞ্জ জেলাসহ ময়মনসিংহ, সিলেট, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকার আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারা দেশের দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা