X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ভাইয়ের হাতে পুলিশ কর্মকর্তা খুনের অভিযোগ

নড়াইল প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২১, ২৩:২৫আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ২৩:২৫

নড়াইলের লোহাগড়া উপজেলার বাতাসি গ্রামে ছোট ভাইয়ের লাঠির আঘাতে সালাহউদ্দিন শেখ (৪২) নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার শালনগর ইউনিয়নের শেখপাড়াবাতাসি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান।

নিহত সালাহউদ্দিন ওই গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে। তিনি মাগুরা জেলা পুলিশের এসবিতে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ছোট ভাই জসিমউদ্দিনের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল বড়ভাই সালাউদ্দিনের। এ নিয়ে বিভিন্ন সময়ে সালিশ হলেও দুই ভাইয়ের দ্বন্দ্ব মেটেনি। সালাহউদ্দিন ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন। সোমবার দুপুর ১টার দিকে সালাহউদ্দিনের সঙ্গে ছোটভাইয়ের কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে জসিম লাঠি দিয়ে বড়ভাইকে আঘাত করে। এতে গুরুতর আহত হন এসআই সালাহউদ্দিন। স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে খুলনায় নেওয়ার পথে তিনি মারা যান। ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, ‘পারিবারিক সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যে দ্বন্দ্বে সালাহউদ্দিন খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ঘটনার পর ছোটভাই জসিমউদ্দিন পলাতক রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য মেজো ভাই গিয়াসউদ্দিনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’   

/এমএএ/
সম্পর্কিত
প্রতারণার অভিযোগে সাবেক স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
মানবিকতায়ও নজির স্থাপন করেছে পুলিশ: ডিএমপি কমিশনার
প্রতিদিন খোয়া যাচ্ছে সহস্রাধিক মোবাইল, উদ্ধারে আগ্রহ কম পুলিশের
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা