X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সিনেমায় এখনও কোকিলকণ্ঠী প্রেফার করা হয়: এলিটা

সুধাময় সরকার
২০ এপ্রিল ২০২১, ১৩:২৭আপডেট : ২০ এপ্রিল ২০২১, ১৫:৫১

ইউনিক টোন, কণ্ঠে বৈচিত্র্য। তবু তিনি গান নির্বাচনে ধীরস্থির। শুরু থেকে এভাবেই সংগীতে তার ১৯ বছর। গানের এলিটা করিম; সামলাচ্ছেন সাংবাদিকতাও।

অ্যালবাম ও নাটকের গানে অনেকবার নিজেকে প্রমাণ করেছেন। অন্যদিকে নিজেকে প্রমাণ করার সবচেয়ে বড় মাধ্যম চলচ্চিত্র; সেখানে বেশ পিছিয়ে আছেন ‘রাগা’-খ্যাত এই সংগীতশিল্পী।

এলিটার প্রকাশিত শেষ প্লেব্যাক তাহসানের সঙ্গে অনিমেষ আইচের ‘ভয়ংকর সুন্দর’ (২০১৭) ছবিতে। ইমন সাহার সুরে সেই গানটি গেয়েছেন প্রায় বছর পাঁচেক আগে। এরপর আর বড় পর্দায় মেলেনি এলিটার আলাদা কণ্ঠ। এর পেছনে রয়েছে বড় একটা কারণ।

এলিটার স্পষ্ট ভাষ্য কিংবা অভিযোগ, ‘আমি তো বরাবরই কম কাজ করা মানুষ। এর সঙ্গে যুক্ত হলো আমার অন্যরকম টোন। দুটো বিষয় এক হয়ে ক্রমশ সিনেমা থেকে দূরে সরে গেলাম। কারণ, এখানে সিনেমার গানে এখনও কোকিলকণ্ঠী গলা প্রেফার করা হয়! ১৯ বছর ধরে এই অভিজ্ঞতা হলো। ফলে শুরু থেকে ফিল্মের প্রতি আমার আগ্রহ থাকলেও ওপাড়ার মানুষরা আমার কণ্ঠ পছন্দ করতো না, তাই অফারও পেতাম না।’

কিন্তু ইদানীং তো সিনেমায় ভালোই গাইছেন। ভালো মানে মন্দের ভালো। তাছাড়া সিনেমার সংখ্যাও তো কম। তবে এখন ডাক পাচ্ছেন কেমন করে! জবাবে এলিটা দিলেন আরও স্পষ্ট উত্তর। বললেন, ‘এটা সত্যি, আগের তুলনায় ইদানীং সিনেমার অফার ভালোই পাচ্ছি। এর কৃতিত্ব মূলত মিউজিক ডিরেক্টরদের। যারা আসলে নতুন ধারার কণ্ঠ নিয়ে সিনেমায় এক্সপেরিমেন্ট করতে চায় কিংবা সেই সাহসটা রাখেন। যেটা আগে ছিল না। এবং এটাও সত্যি এখন সিনেমা দর্শকদের কানের রুচিটাও বদলেছে। ফলে শুধু কোকিল কণ্ঠই তারা আর শুনতে চাইছে না। এটা আমার মতো ভিন্ন কণ্ঠের মানুষদের জন্য আশার কথা।’   

এই পরিবর্তনের রেশ ধরে এলিটা সম্প্রতি গেয়েছেন বেশক’টি ছবির জন্য। যেমন ‘ভালোবাসা প্রীতিলতা’য় বাপ্পা মজুমদারের সংগীতে ডিএল রায়ের একটি নামকরা গান। আরও গেয়েছেন এস আই শহীদের কথা-সুরে ‘চোখ’ সিনেমার জন্য। করোনাকালের আগে রেকর্ড করেছেন কিংবদন্তি গাজী মাজহারুল আনোয়ারের কথায় ইমন সাহার সুরে আরেকটি সিনেমার গান। যদিও শেষ গানটির বয়স প্রায় দুই বছর হলেও, সেটি মুক্তির বিষয়টি আজও নিখোঁজ!

এলিটা বলেন, ‘প্লেব্যাক সব শিল্পীই করতে চায়। এটাই স্বাভাবিক। কিন্তু কখনোই এই বিষয়টি নিয়ে আমি অস্থির ছিলাম না। গাজী স্যারের কথায় ইমন দার সুরে যে গানটি করেছি, তার বয়স প্রায় দুই বছর। এই গানটা নিয়ে আমি খুব আশাবাদী। গানটা কবে আসবে, সিনেমাটা কবে মুক্তি পাবে- সেটা নিশ্চিত না। তবে এই বিষয়ে আমি অধৈর্য না। অপেক্ষায় আছি, বরাবরের মতো।’

এলিটা করিম সাম্প্রতিক সময়ে আরও দুটি সিনেমায় কাজ করা প্রসঙ্গে এলিটা বলেন, ‘‘এটা একটা ভালোলাগার বিষয়, সম্প্রতি কাছাকাছি সময়ে কয়েকটি সিনেমায় যুক্ত হতে পেরেছি। কারণ, প্রায় পাঁচ বছর আমি প্লেব্যাক থেকে একরকম দূরে। ‘ভয়ংকর সুন্দর’-এর পর আর কোনও গান রিলিজ হয়নি। সম্প্রতি ‘চোখ’ সিনেমার জন্য ‘বুকের ডাকবাক্স’ নামের একটি গান গাইলাম। একেবারে আমার মতো করে বানানো, ভালো লাগলো গেয়ে। আরেকটি অসাধারণ কাজ করলাম বাপ্পা দা’র সঙ্গে ‘ভালোবাসা প্রীতিলতা’র জন্য। ডিএল রায়ের গান ‘বঙ্গ আমার জননী’। গানটি গেয়ে আমি খুবই এক্সাইটেড।’’

এলিটা জানান, ইদানীং সিনেমায় গাওয়ার সুযোগ একটু বেশিই তৈরি হচ্ছে। এবং তিনি নিজেও সিনেমাকে আরও গুরুত্ব দিচ্ছেন। ইদানীং যুক্ত হচ্ছে কিছু ওয়েব সিনেমা ও সিরিজের কাজও।

ওভারঅল গান গাওয়া প্রসঙ্গে এলিটা বলেন, ‘আমি যখন একটা গান শুনি বা ভিডিও দেখি, সেটা যারই হোক- একটা কথাই ভাবি। ভাবনাটা এমন, ২০ বছর পর এই গানটা বাজবে তো! যদি বাজে তো সেটাই আসলে ভালো কনটেন্ট বা সেই শিল্পী সফল। এখন গান ছাড়ার পর এক মাসের মাথায় ভিউ কয় কোটি হয়েছে, সেটা কিন্তু আপেক্ষিক বিষয়। এজন্য আমি সব সময় চেষ্টা করি, মনের মতো গান করার। যেটা নিজের ভালোলাগে, সেটা।’

সংখ্যা খুব কম হলেও ২০১৫ সালে প্লেব্যাকের জন্য এলিটা পেয়েছেন বাচসাস পদক। তন্ময় তানসেনের ‘পদ্ম পাতার জল’ ছবিতে আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে গেয়ে পেয়েছেন সেরা প্লেব্যাক শিল্পীর এই স্বীকৃতি।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ