X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

কর্মহীন মানুষের জন্য মেয়র আতিকের বরাদ্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২১, ১৯:১৫আপডেট : ২০ এপ্রিল ২০২১, ২০:০৭

লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করতে প্রাথমিকভাবে প্রতি ওয়ার্ডে এক লাখ টাকা করে বরাদ্দ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। সংস্থার ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমে এই টাকায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

মঙ্গলবার (২০ এপ্রিল) সংস্থার নিজস্ব তহবিল থেকে এ পরিমাণ অর্থ খরচ করার ফাইল অনুমোদন দেন তিনি। মেয়র আতিক গত বছরও করোনা মহামারির সময় নিজ উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

আতিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত বছরও আমি মাঠে ছিলাম। মানুষের বাসাবাড়িতে রাতের আঁধারে খাবার পৌঁছে দিয়েছি। এবারও মাঠে থাকবো। আমরা কাজ শুরু করে দিয়েছি। সরকারের জন্য অপেক্ষায় থাকবো না। আমাদের তহবিল থেকে প্রতিটি ওয়ার্ডে আপাতত এক লাখ টাকা করে বরাদ্দ দিয়েছি। কাউন্সিলরদের নির্দেশ দিয়েছি তারা যেন কর্মহীন, দরিদ্র ও প্রান্তিক মানুষের তালিকা করেন।’

তিনি বলেন, ‘এখনও মানুষের ঘরে কম বেশি খাদ্যসামগ্রী রয়েছে। আগামী সপ্তাহ থেকে খাদ্য সংকট কিছুটা দেখা দিতে পারে। সেটা বিবেচনায় রেখে আমি আজ ফাইল অনুমোদন দিয়েছি। এটা প্রস্তুত হতে তিন চার দিন তো সময় লাগবে। আমরা আশা করি আগামী সপ্তাহের প্রথম দিন থেকেই বিতরণ শুরু করতে পারবো। আপাতত প্রতি ওয়ার্ডে এক লাখ করে দিয়েছি। প্রয়োজন হলে আরও বাড়াবো।’

মেয়র বলেন, ‘লকডাউন আরও এক সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে। যদি সামনে আরও বাড়ে তাহলে আমি কী করবো? সব টাকা তো এখনই খরচ করা ঠিক হবে না। আমরা সব প্রস্তুত রেখেছি। পরিস্থিতি পর্যবেক্ষণ করেই সব ব্যবস্থা নেবো। যখন মানুষের যেমন প্রয়োজন, তখন সেভাবেই বরাদ্দ দেবো। নগরবাসীর পাশে ছিলাম, আছি এবং থাকবো।’

গত বছর করোনা মহামারির শুরুতে দায়িত্বে ছিলেন না মেয়র আতিকুল ইসলাম। তিনি নির্বাচিত হওয়ার পর ১৩ মে নগরপিতার দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু করোনা মহামারি শুরু হয় মার্চের প্রথম সপ্তাহে। শেষ সপ্তাহ থেকে পুরো লকডাউনে যায় দেশ। টানা ৬৬ দিন চলে এই লকডাউন। আতিকুল ইসলাম তখন দায়িত্বে না থাকলেও বসে থাকেননি। তিনি তার সামাজিক প্ল্যাটফর্ম ‘সবাই মিলে সবার ঢাকা’ থেকে নগরবাসীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। সে সময় ৭৩ হাজার খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করেন তিনি।

আতিকুল ইসলাম বলেন, ‘এ বছরও আমি “সবাই মিলে সবার ঢাকা” প্ল্যাটফর্ম থেকে খাদ্যসামগ্রী বিতরণ করবো। সব প্রস্তুত করছি। গত বছরের চেয়ে এ বছর করোনার ধরন একটু ভিন্ন হওয়ায় বিষয়টি আরও ভাবতে হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’

 

/এসএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন