X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পুলিশের সঙ্গে যেন ‘ইঁদুর-বিড়াল’ খেলছেন দোকানিরা

রিয়াদ তালুকদার
২০ এপ্রিল ২০২১, ১৯:২৪আপডেট : ২০ এপ্রিল ২০২১, ২১:৩৬

গত ১৪ এপ্রিল থেকে চলমান লকডাউনের সপ্তম দিনে এসে রাজধানীর বেশ কিছু এলাকায় গিয়ে দোকানপাট খোলা পাওয়া গেছে। সাটার অর্ধেক খোলা রেখে দেদার চলছে কেনাবেচা। শাড়ি, থান কাপড় থেকে শুরু করে জুতার দোকানে ক্রেতারা আসছে। পুলিশ এলে বা ফটোসাংবাদিকদের দেখলেই দোকানিরা যে যার মতো করে সটকে পড়ছেন।

এসব এলাকা দেখলে বোঝার উপায় নেই দেশে ‘কঠোর সর্বাত্মক লকডাউন’ চলছে। এসব এলাকার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা সাটার অর্ধেক খুলে রাখার কথা স্বীকার করে বলছেন, তারা চেষ্টা করছেন মানুষজনকে ঘরে রাখার। আর দোকানিরা বলছেন, স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রাখছেন বলেই অর্ধেক সাটার খোলা, না হলে পুরো সাটার খুলে রাখতেন।

ব্রিজের ওপরে একটা লেগুনা চাকা খোলা অবস্থায় আড়াআড়ি রাখা যাতে কোনও টহলগাড়ি বা সাংবাদিকের গাড়ি না ঢুকতে পারে

সেকশন বাজারের উল্টো দিকে কামরাঙ্গীরচরের প্রবেশমুখে ছোট্ট একটা ব্রিজ। এলাকায় সেকশন বেড়িবাঁধ ব্রিজ নামে পরিচিত। ব্রিজ পার হলে রনি মার্কেট এলাকা। রাস্তার দুধারে সারি সারি দোকান। সবগুলোর শাটার অর্ধেক খোলা। ভেতরে ক্রেতারা কিনছেন। বাইরে একজন করে পাহারা দেওয়ার লোক বসানো। ব্রিজের ওপরে একটা লেগুনা চাকা খোলা অবস্থায় আড়াআড়ি রাখা, যাতে কোনও টহল গাড়ি বা সাংবাদিকের গাড়ি না ঢুকতে পারে। তারপরও কোনও ক্যামেরা দেখলে সঙ্গে সঙ্গে ভেতরে ক্রেতা রেখেই সাটার বন্ধ করে দেওয়া হচ্ছে। গত তিন দিন ধরে এই লুকোচুরি খেলার মধ্য দিয়েই চলছে কেনাবেচা। কারও মুখে মাস্ক নেই। কোনও দোকানে স্বাস্থ্যবিধির বালাই নেই।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, আমার থানাধীন এলাকায় রনি নামক যে মার্কেটটি রয়েছে তা সরকারের নির্দেশনা মোতাবেক বন্ধ রাখতে বলা হয়েছে। আমাদের পুলিশি তৎপরতা জোরদার রয়েছে। তবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে অনেকেই মার্কেটে থাকা দোকান খোলার চেষ্টা করে। এককথায় পুলিশের সঙ্গে লুকোচুরি করে। তবে আমরা এসব বিষয় নজরদারিতে রাখছি। সরকারি নির্দেশনা মোতাবেক সব ধরনের শপিং মল, মার্কেট বন্ধ রাখতে আমার থানা এলাকায় পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছেন।

পুলিশের সঙ্গে যেন ‘ইঁদুর-বিড়াল’ খেলছেন দোকানিরা

লালবাগ কেল্লার পাশের রাস্তার সবকটি দোকানের শাটার অর্ধেক খুলে রেখে দোকানিরা বাইরে বসে আছেন। দোকানের কর্মচারীদের চোখ রাস্তায়। পুলিশের টহল গাড়ি বা ফটোসাংবাদিকের ক্যামেরা দেখলেই দোকান বন্ধ করে যে যার মতো সরে পড়ছেন।

এখানকার দোকানিরা বলছেন, প্রথম দুদিন তারা দোকান খোলেননি। এরপর রাস্তাঘাটে লোকজন যাতায়াত করছেন শুনে তারা দিনের একটা সময়ে দোকান খোলা রাখার সিদ্ধান্ত নেন। জরিমানা যাতে না হয় সে কারণে পুরো দোকান খোলা রাখছেন না। তাদের দাবি, পুলিশ জানে এখানে দোকান খোলা। করোনার প্রকোপ বাড়ছে, এ সময় নিজেদের জীবন রক্ষায় দোকান বন্ধ রাখা দরকার মনে করেন কিনা প্রশ্নে এক কর্মচারী বলেন, সামনে ঈদ। দোকান বন্ধ থাকলে আমাদের বেতন হবে না। আবার বেচাকেনার সময় এটা। সব মিলিয়ে চোরের মতো ব্যবসা করতে হচ্ছে।

চকবাজার থানার পরিদর্শক তদন্ত কবিরুল হাওলাদার বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা কাপড়ের মার্কেটগুলোতে নজরদারি রাখছি। প্রতিনিয়ত পেট্রোলিংয়ের মাধ্যমে নজরদারি রাখা হয়েছে। যারা দোকানপাট খোলার চিন্তাভাবনা করছে কিংবা করেছে তারা পুলিশের চোখ ফাঁকি দিয়ে এগুলো করছে। পুলিশের উপস্থিতি টের পেলে তারা সাটার নামিয়ে চলে যায়। প্রধান সড়কগুলোতে দোকান খোলা রাখার কোনও সুযোগ নেই। গলির দিকে যেসব করেছে সেগুলো দু-একটা খোলা রাখতে চেষ্টা করা হয়। সেগুলোর বিষয়ে আমরা নজর রাখছি।

পুলিশের সঙ্গে যেন ‘ইঁদুর-বিড়াল’ খেলছেন দোকানিরা

এদিকে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আশরাফ উদ্দিন জানান, তার এখানে খাবার যেসব রেস্টুরেন্ট রয়েছে সেগুলো সরকারি নির্দেশনা অনুযায়ী খোলা রয়েছে। শুধু পার্সেল দেওয়া হচ্ছে। তার এলাকায় পাইকারি কোনও কাপড়ের দোকান নেই।

যদিও সরেজমিন দেখা গেছে এ তথ্য সঠিক নয়। পুরো এলাকার প্রায় প্রতিটি দোকান দিনের বড় অংশ ধরে খোলা রাখেন। চলাচলে কোনও বিধিনিষেধ নেই। কোনও স্বাস্থ্যবিধি না মেনে পাড়ার অলিতে গলিতে চলাচল করছে নির্বিঘ্নে।

ছবি : নাসিরুল ইসলাম

/ইউআই/এমআর/এমওএফ/
সম্পর্কিত
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
সর্বশেষ খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম