X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মিকনকে ক্রসফায়ারে দেওয়া হবে: কাদের মির্জা

নোয়াখালী প্রতিনিধি
২০ এপ্রিল ২০২১, ২০:২০আপডেট : ২০ এপ্রিল ২০২১, ২১:০৭

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত নাজিম উদ্দিন মিকনকে (৪২) ক্রসফায়ারে দেওয়া হবে বলে অভিযোগ করেছেন মেয়র আবদুল কাদের মির্জা। মঙ্গলবার দুপুর ১টা ৫০ মিনিটে নিজের অনুসারী স্বপন মাহমুদের ফেসবুক থেকে লাইভে এসে এসব কথা বলেন আবদুল কাদের মির্জা। লাইভটি কাদের মির্জার ফেসবুকে ট্যাগ দেওয়া হয়েছে।

এ সময় কাদের মির্জা বলেন, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমাকে লাইভ দিতে হচ্ছে। একটু আগে আমি শুনেছি, নোয়াখালীর এসপি, দুর্নীতিবাজ অ্যাডিশনাল এসপি শামিম ও দুর্নীতিবাজ ওসি (কোম্পানীগঞ্জ) মিলে সিদ্ধান্ত নিয়েছে নাজিম উদ্দিন মিকনকে ক্রসফায়ার দেবে।’

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘এ ধরনের ঘটনার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। আমার একফোঁটা রক্ত থাকলে, তার জবাব কী দিয়ে দিতে হয় তা আমি জানি। এ ধরনের কিছু ঘটলে আমার ৪৭ বছরের রাজনীতির অভিজ্ঞতা দিয়ে তার জবাব দেবো। হত্যার বদলে হত্যা। এটা ছেড়ে দেওয়া হবে না। ৪৭ বছরের রাজনীতিতে কোনও পুলিশ অফিসার আমার চোখের দিকে তাকিয়ে কথা বলেনি, গায়ে হাত দেওয়া তো দূরে থাক। আজকে শামিমের মতো কুলাঙ্গার আমার গায়ে হাত দেয়। রক্তের হোলিখেলা কোম্পানীগঞ্জে চলবে। এটা কোনও অবস্থায় ছেড়ে দেওয়া হবে না।’

তবে এ অভিযোগ ভিত্তিহীন বলে নাকচ করে দিয়ে নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, ‘এটা তার রাজনৈতিক বক্তব্য। আইন অনুসারে নাজিম উদ্দিন মিকনকে কোর্টে চালান দেওয়া হবে।’

প্রসঙ্গত, মঙ্গলবার (২০ এপ্রিল) ভোরে প্রযুক্তির মাধ্যমে সাঁড়াশি অভিযান চালিয়ে কবিরহাট উপজেলার কবিরহাট বাজারের পাশের একটি গোপন আস্তানা থেকে নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত নাজিম উদ্দিন মিকনকে আটক করে পুলিশ। আটক নাজিম উদ্দিন মিকন সিরাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত ফকির উদ্দিন কামালের ছেলে ও কাদের মির্জা সমর্থিত সিরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এর আগে মঙ্গলবার দুপুর ১২টায় তার অনুসারী স্বপন মাহমুদের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে আবদুল কাদের মির্জা বলেন, ‘আজকে উপর পর্যায় থেকে যেসব কথা বলে দুঃখ লাগে, কষ্ট লাগে। একটা লোকও আমার আহত কর্মীদের দেখতে আসেনি, আমার একটু খোঁজ-খবর নিতে আসেনি। সেই আওয়ামী লীগ থেকে আমি এজন্যই পদত্যাগ করেছি। এ আওয়ামী লীগ এখন পথহারা আওয়ামী লীগ, এ আওয়ামী লীগ অপশক্তির আওয়ামী লীগ, এ আওয়ামী লীগ এখন অস্ত্রবাজদের আওয়ামী লীগ। এ আওয়ামী লীগ যারা টেন্ডারবাজি, চাকরি বাণিজ্য করে তাদের আওয়ামী লীগ। আমাদের মতো ৪৭ বছরের ত্যাগী কর্মীরা আজকে আওয়ামী লীগে শুধু এখানে নয়, বাংলাদেশের কোথাও আজকে নেই। আজকে অপরাজনীতির হোতারা আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করছে।’

তিনি আরও বলেন, ‘সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধিকাংশ ঠিকাদার বিএনপির। দু-চার জন ঠিকাদার আওয়ামী লীগের আছে। তারা কাজ বিক্রি করে দেয় বিএনপির কাছে। সেখান থেকে মাসোহারা তোলে মন্ত্রীর এপিএস। সেটাকে তিন ভাগ করে বেলায়েত। সেখান থেকে তারা একভাগ অফিসারদের জন্য রাখে, একভাগ তারেক জিয়ার জন্য পাঠায়, একভাগ মন্ত্রীর স্ত্রীকে দেয়। মন্ত্রীর স্ত্রীর দেশে-বিদেশে কত হাজার কোটি টাকার সম্পদ আছে, বাড়ি গাড়ি আছে, এটার হিসাব আমার কাছে আছে। যথাসময়ে যথাস্থানে পোঁছাবো। আর আল্লাহর কাছে বলবো। যেহেতু আমাদের কেউ নেই।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
কাদের মির্জার ভাগনে মঞ্জুর পরাজয়
ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কথা বলা ছিল সবচেয়ে বড় ভুল: কাদের মির্জা
কাদের মির্জার অনুসারী সজল গ্রেফতার
সর্বশেষ খবর
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: সতর্ক ম্যাক্রোঁর
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: সতর্ক ম্যাক্রোঁর
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
অবৈধ ব্যবহারকারীদের ধরতে বাড়ি বাড়ি যাবে তিতাস
অবৈধ ব্যবহারকারীদের ধরতে বাড়ি বাড়ি যাবে তিতাস
ছক্কায় মুশফিকের ‘আউট’ নিয়ে যা বললেন রনি
ছক্কায় মুশফিকের ‘আউট’ নিয়ে যা বললেন রনি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা