X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘নারী চিকিৎসকের প্রতি পুলিশ-ম্যাজিস্ট্রেটের অসৌজন্যমূলক আচরণ দেখা যায়নি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২১, ২০:৪৩আপডেট : ২০ এপ্রিল ২০২১, ২০:৪৩

রাজধানীর এলিফ্যান্ট রোডে নারী চিকিৎসকের সঙ্গে পুলিশ ও ম্যাজিস্ট্রেটের বাকবিতণ্ডার বিষয়ে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন বলেছে, ১৮ এপ্রিলের আলোচিত পুলিশ-ম্যাজিস্ট্রেসির কর্মকাণ্ড নানাভাবে অবলোকন করে ডাক্তারের প্রতি পুলিশ বা ম্যাজিস্ট্রেটের কোনও অসৌজন্যমূলক আচরণ দেখতে পাওয়া যায়নি। এ ঘটনায় পুলিশ অ্যাসোসিয়েশন তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিমানবন্দর থানার ওসি এম ফরমান আলী এবং সাধারণ সম্পাদক ও যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলামের সই করা  সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাজধানীর এলিফ্যান্ট রোডে সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, আরোপিত বিধি-নিষেধ কার্যকর করার লক্ষ্যে পুলিশ ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের যৌথ অভিযান পরিচালনার সময় প্রাইভেটকারে আরোহী একজন অনুমেয় নারী চিকিৎসককে সিগন্যাল দিয়ে আইডি কার্ড দেখতে চান। এতে তিনি উত্তেজিত হয়ে নানা অপ্রাসঙ্গিক কথাবার্তার অবতারণা করেন। পুলিশের কাজে সহায়তা না করে বরং পুলিশ ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর চড়াও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে অসৌজন্যমূলক ও শিষ্টাচার বহির্ভূত আচরণ করেছেন। বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ ঘটনায় গভীর ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করা হচ্ছে।’

‘কোভিড ১৯ মোকাবিলায় বাংলাদেশ সরকার  বিধিনিষেধ কঠোরভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন সময় নির্দেশনা দিয়ে আসছে। চিকিৎসক ও পুলিশসহ অন্যান্য পেশাজীবী অনেকেই কোভিড ১৯ প্রতিরোধে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছেন। এসকল কাজ করতে গিয়ে সম্মুখ সারির যোদ্ধারা নিজেরাও আক্রান্ত হচ্ছেন এবং প্রাণ উৎসর্গ করছেন। সেইসঙ্গে প্রাণঘাতী রোগের জীবাণুকে নিজের শরীরের মাধ্যমে বহন করছেন। তাই সরকার আরোপিত বিধি-নিষেধ বাস্তবায়নের লক্ষ্যে সকল পেশাজীবী ব্যক্তি ও যান চলাচলের মুভমেন্ট পাস বা আইডি কার্ড সঙ্গে রাখা জরুরি মর্মে প্রজ্ঞাপন জারি করে। পেশাগত দায়িত্বের অংশ হিসেবে নিউমার্কেট থানার পুলিশ ১৮ এপ্রিল দুপুর ১২টার দিকে একজন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ এলিফ্যান্ট রোড এলাকায় চেকপোস্টের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। অন্যান্য দায়িত্বের পাশাপাশি আরোপিত বিধি-নিষেধ বাস্তবায়নে চলাচলকারি ব্যক্তিবর্গ যাতে অহেতুক বাইরে না বের হন, বা বাড়ি থেকে বের হলে আইডি কার্ড বা মুভমেন্ট পাস দেখতে চাওয়া, নির্দেশনা মোতাবেক দোকানপাট খোলা নাকি বন্ধ আছে— তা পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা এই বিশেষ মুহূর্তে পুলিশ-ম্যাজিস্ট্রেটের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। সে ক্ষেত্রে জনগণ পুলিশকে সহযোগিতা করবে এটাই কাম্য। সরকারি আদেশ বাস্তবায়ন করতে গিয়ে অ্যাপ্রন পরিহিত একজন নারী চিকিৎসকের পরিচয়পত্র দেখতে চাওয়া পুলিশ ম্যাজিস্ট্রেটের অনধিকার চর্চা বা হেনস্তার কিছু নয়। আইডি কার্ড দেখতে চাওয়ায় ওই চিকিৎসকের কাছে কর্তব্যরত পুলিশ ম্যাজিস্ট্রেট যেভাবে হেনস্থার শিকার হন, তা উপস্থিত জনতা এবং মিডিয়াকর্মীদের দ্বারা ধারণকৃত ভিডিওচিত্র বিভিন্ন ফেসবুক আইডিতে ভাইরাল হলে দেশের মানুষ তা দেখতে পায়।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘পুলিশ ম্যাজিস্ট্রেটের সঙ্গে একজন চিকিৎসকের ঔদ্ধত্যপূর্ণ আচরণ রাষ্ট্রীয় বিভিন্ন পেশাজীবী শ্রেণিকে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা মাত্র। কিছু লোকের উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের কারণে পেশার সবাই দায়ভার গ্রহণ করবে, তা অ্যাসোসিয়েশন কখনও মনে করে না। দেশের সকল চিকিৎসকদের প্রতি আমাদের অকৃত্রিম শ্রদ্ধা বোধ ও কৃতজ্ঞতা সর্বদা বিদ্যমান। ওই চিকিৎসকের সরকারি কাজে অসহযোগিতা, প্রকাশ্যে গালিগালাজ, ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণে কর্তব্যরত পুলিশ ম্যাজিস্ট্রেটের নিজ নিজ ইউনিটের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। বিএসএমএমইউ-এর একজন প্রত্যক্ষদর্শী ডাক্তার এ বিষয়ে তাৎক্ষণিক ম্যাজিস্ট্রেট-পুলিশের কাছে ওই ডাক্তারের অশোভন আচরণের জন্য ক্ষমা চান। তারপরও ওই নারী ডাক্তারের অন্যায়কে সায় দিয়ে কারও সাফাই গাওয়া দুঃখজনক।’

এতে আরও বলা হয়, ‘আমরা বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষে সেদিনের আলোচিত পুলিশ-ম্যাজিস্ট্রেসি কর্মকাণ্ড নানাভাবে অবলোকন করে ডাক্তারের প্রতি পুলিশ বা ম্যাজিস্ট্রেটকে  কোনও অসৌজন্যমূলক আচরণ করতে দেখতে পাইনি। এর বিহিত ব্যবস্থা না হলে মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে পুলিশ ম্যাজিস্ট্রেট বারবার লাঞ্ছিত হবেন। কাজের উদ্যম হারিয়ে ফেলবেন এবং অনেকে আইনের প্রতি অশ্রদ্ধাশীল হয়ে এমন কাজ করার সুযোগ গ্রহণ করবেন।’

‘এমতাবস্থায় যেহেতু বিষয়টি সংবেদনশীল, যাতে রাষ্ট্রীয় বিভিন্ন পেশাজীবী শ্রেণিকে মুখোমুখি দাঁড় বা একে অপরের ক্ষতি হোক বা দূরত্ব সৃষ্টি না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রেখে দায়ী ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে জোর দাবি জানানো হচ্ছে।’

 

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
পুলিশের পোশাকে মাইক্রোবাস থেকে নেমেই ৩৫ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা