X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ড, পুলিশ কর্মকর্তা ডেরেক দোষী সাব্যস্ত

বিদেশ ডেস্ক
২১ এপ্রিল ২০২১, ১০:১০আপডেট : ২১ এপ্রিল ২০২১, ১০:৩৯

বহুল আলোচিত জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডে বরখাস্তকৃত শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনকে দোষী সাব্যস্ত করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। মঙ্গলবার ১২ সদস্যের জুরি বোর্ড এই রায় ঘোষণা করেন। বিশ্বজুড়ে বর্ণবাদবিরোধী আন্দোলনের ইতিহাসে এই রায়কে একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

বর্তমানে কারাবন্দি ডেরেক চৌভিনের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের সবকটিই আদালতে প্রমাণ হয়েছে। ফলে তার ৪০ বছরের কারাদণ্ড হতে পারে বলে প্রতীয়মান হচ্ছে।

সোমবার যুক্তিতর্কের শুনানির পর ১২ সদস্য বিশিষ্ট জুরি বোর্ড মঙ্গলবার এ হত্যাকাণ্ডের জন্য ডেরেক চৌভিনকে দোষী সাব্যস্ত করেন। এর আগে ছয় ঘণ্টা ধরে গত তিন সপ্তাহের তথ্যগুলো বিশ্লেষণ করেছেন তারা। জুরির এই ১২ সদস্যের মধ্যে ছয় জন ছিলেন শ্বেতাঙ্গ এবং ৬ জন ছিলেন কৃষ্ণাঙ্গ কিংবা ভিন্ন বর্ণের লোক। জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ড, পুলিশ কর্মকর্তা ডেরেক দোষী সাব্যস্ত

সোমবারের চূড়ান্ত যুক্তিতর্কের সময়ে বাদি পক্ষের একজন কৌঁশুলি শ্বেতাঙ্গ পুলিশ ডেরেক চৌভিনকে এই অভিযোগে অভিযুক্ত করেন যে, ওই কর্মকর্তা ফ্লয়েডের গলার ওপর ৯ মিনিটের বেশি সময় ধরে হাঁটু চেপে তাকে হত্যা করেছেন। তবে বিবাদি পক্ষের আইনজীবী এর বিরোধীতা করেন। তার দাবি, ফ্লয়েড মারা যায় অংশত মাদক সেবনের জন্য। গত বছর মে মাসে মিনিয়াপোলিসের রাস্তার ফুটপাতে ফ্লয়েডকে গ্রেফতারের সময় ডেরেক তার পুলিশ প্রশিক্ষণ অনুযায়ী আচরণ করেছিলেন।

প্রসিকিউটর স্টিভ শ্লাইশার মামলার ইতি টেনে বলেন, ডেরেক তার গোটা ওজনসহ তার হাঁটু ৯ মিনিট ২৯ সেকেন্ড পর্যন্ত ফ্লয়েডের গলার ওপর চেপে রেখেছিলেন। এ সময়ে ফ্লয়েড ২৭ বার নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করেছিলেন।

হেনেপিন কাউন্টি আদালতে রায় ঘোষণার পর ডেরেককে জেল হেফাজতে নিয়ে যাওয়া হয়। আদালত রায় ঘোষণার পর জর্জ ফ্লয়েডের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রায়কে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। তবে তারা বলেছেন, শুধু একটি মামলার রায় দিয়ে সত্যিকারের ‌‘ন্যায়বিচারকে’ বিবেচনার সুযোগ নেই।

/এমপি/
সম্পর্কিত
গাজা নিয়ে মার্কিন ক্যাম্পাসে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় গণগ্রেফতার
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে ‘বড় পরিবর্তন’ দেখছে না যুক্তরাষ্ট্র
ঘুষ কেলেঙ্কারি মামলার বিচার২০১৬ সালের নির্বাচনে দুর্নীতি করেছিলেন ট্রাম্প: প্রসিকিউটর
সর্বশেষ খবর
পদ্মায় গোসল করতে নেমে ৩ মাদ্রাসাছাত্রের মৃত্যু
পদ্মায় গোসল করতে নেমে ৩ মাদ্রাসাছাত্রের মৃত্যু
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ওয়ারীতে ‘হিট স্ট্রোকে’ একজনের মৃত্যু
ওয়ারীতে ‘হিট স্ট্রোকে’ একজনের মৃত্যু
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা