X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘বিদ্রোহী’ লিগ: বার্সেলোনা এখন কী করবে?

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০২১, ১৮:১৪আপডেট : ২১ এপ্রিল ২০২১, ১৮:১৮

ঝড়ের বেগে ফুটবল বিশ্বকে কাঁপিয়ে দিয়ে দুই দিনের ব্যবধানে চুপসে গেলো ইউরোপিয়ান সুপার লিগ! ফিফা-উয়েফার অনুমোদন না পাওয়া প্রতিযোগিতা থেকে একে একে নাম কেটে নিচ্ছে ক্লাবগুলো। ইংলিশ ছয় ক্লাব আগেই ‘বিদ্রোহী’ লিগ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে, সবশেষ নাম প্রত্যাহার করে নিয়েছে ইন্টার মিলান ও আতলেতিকো মাদ্রিদ। রইলো বাকি চার ক্লাব- বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও এসি মিলান। এদের মধ্যে বার্সেলোনার অংশগ্রহণ না করাটা মোটামুটি নিশ্চিতই বলা যায়।

আনুষ্ঠানিক ঘোষণা যদিও আসেনি, তবে সুপার লিগ থেকে নাম কেটে নেওয়ায় যে ‘ফাঁক’ রেখেছে ক্লাবটি, তাতে তাদের সরে দাঁড়ানোটা সময়ের অপেক্ষা কেবল। ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোল ডটকমের খবর, বার্সেলোনা সভাপতি জোয়ান লাপোর্তা সুপার লিগে খেলা না খেলার বিষয়টি সম্পূর্ণ ছেড়ে দিয়েছেন ক্লাব সদস্যের ওপর। ভোট যদি অংশগ্রহণের বিরুদ্ধে থাকে, তাহলে বার্সেলোনাকেও আর দেখা যাবে না।

স্প্যানিশ মিডিয়ার খবর, বার্সেলোনার বোর্ড সদস্যরা সবসময় সমর্থকদের পক্ষে। যেহেতু কাতালান ক্লাবটির সমর্থকরা চায় না তাদের প্র্রিয় দল ‘বিদ্রোহী’ লিগে খেলুক, সেহেতু বার্সেলোনাও নাম প্রত্যাহার করতে যাচ্ছে।

ইতিমধ্যে সুপার লিগের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ডিফেন্ডার জেরার্দ পিকে। সমর্থকদের সমর্থন দিয়ে তার টুইট, ‘ভক্তদের নিয়েই ফুটবল। আর এটার প্রয়োজনীয়তা এখন আগের চেয়ে অনেক বেশি।’ পিকের এই টু্ইট আবার সমর্থন করেছেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান।

সুপার লিগের ১২ প্রতিষ্ঠাতা সদস্যের অন্যতম বার্সেলোনা। যে উদ্যোমে বিগ বাজেটের প্রতিযোগিতাটির ঘোষণা এসেছিল, সেটি মাত্র দুই দিনের মধ্যে শান্ত হয়ে গেছে। বিভিন্ন ফুটবল সংগঠন, খেলোয়াড় সংগঠন ও সমর্থকদের তোপের মুখে ইংল্যান্ডের ছয় ক্লাব- ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, চেলসি, টটেনহাম ও আর্সেনাল নাম প্রত্যাহার করে নিয়েছে।

এই অবস্থায় বার্সেলোনায় কী করে, সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে গোল ডটকম জানতে পেরেছে, কাতালান ক্লাবটির অংশগ্রহণের বিষয়টি নির্ভর করছে ক্লাব সদস্যদের সিদ্ধান্তের ওপর। ফুটবলবিষয়ক ওয়েবসাইটটির খবর, সভাপতি লাপোর্তা জানিয়ে দিয়েছেন, ক্লাবের সুপার লিগ ভাগ্য সদস্যদের ওপর। তাদের সিদ্ধান্ত না জানার আগে সুপার লিগে দলের খেলো অনুমোদন দেবেন না বার্সেলোনা প্রধান।

বিগ বাজেটের এই প্রতিযোগিতাটিতে বার্সেলোনা যখন নাম লেখায়, তখন সভাপতির পদে ছিলেন না লাপোর্তা। ‘বিদ্রোহী’ লিগে খেলার অনুমোদন দিয়েছিলেন অনেক বিতর্ক সঙ্গী করে ক্লাব ছাড়া আগের সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। নির্বাচনি প্রচারণার সময় লাপোর্তা এই সুপার লিগের বিরুদ্ধে ছিলেন সবসময়।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা