X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

হাত ছেড়ে দিলো মিলান-ইন্টার-আতলেতিকোও

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০২১, ১৯:০৩আপডেট : ২১ এপ্রিল ২০২১, ১৯:০৩

প্রস্তাবিত ইউরোপিয়ান সুপার লিগ কি আলোর মুখ দেখবে? বর্তমান পরিস্থিতিতে আপাতত সম্ভাবনা নেই বললেই চলে। কেননা যাদের নিয়ে যাত্রা শুরু করার পরিকল্পনা করেছিল, তারা একে একে হাত ছেড়ে দিচ্ছে! বিগ বাজেটের প্রতিযোগিতা থেকে সবশেষ নাম প্রত্যাহার করে নিয়েছে ইতালির দু্ই জায়ান্ট এসি মিলান ও ইন্টার মিলান এবং স্পেনের অন্যতম শক্তি আতলেতিকো মাদ্রিদ।

আলাদা বিবৃতিতে আজ (বুধবার) প্রস্তাবিত সুপার লিগ থেকে সরে আসার ঘোষণা দিয়েছে লা লিগায় বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদ ও সিরি ‘আ’তে শীর্ষে থাকা ইন্টার মিলান ও এসি মিলান। তাদের আগে ইংল্যান্ডের ছয় ক্লাব সরে দাঁড়ানোর ঘোষণা দেয়।

বিবৃতিতে ইন্টার জানিয়েছে, ‘ইউরোপিয়ান সুপার লিগে আমরা আর নেই। আমরা ভক্তদের সেরা ফুটবলের অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ; নতুনত্ব এবং অন্তর্ভুক্তি আমাদের ডিএনএর একটি অংশ, যা প্রতিষ্ঠার শুরু থেকে। ফুটবল শিল্পের উন্নতিতে সব স্টেকহোল্ডারের সঙ্গে আমাদের সংশ্লিষ্টতা কখনোই বদলাবে না। আমরা সবাইকে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে চাই।’

অন্যদিকে আতলেতিকো তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘আজ বুধবার সকালে বোর্ড অব ডিরেক্টররা সভা করে সুপার লিগে অন্য ক্লাবগুলোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ না করার সিদ্ধান্ত নিয়েছে। গত সোমবার এই প্রকল্পে যোগদানের সিদ্ধান্ত নিয়েছিল, বর্তমান পরিস্থিতিতে এখন তার অস্তিত্ব নেই।’

প্রস্তাবিত লিগে এখন টিকে আছে মাত্র তিন দল- দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা এবং ইতালির জুভেন্টাস। আর আগেই সুপার লিগ থেকে নাম তুলে নিয়েছে ইংল্যান্ডের ছয় ক্লাব- ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, চেলসি, টটেনহাম ও আর্সেনাল।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?