X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

করোনায় খালেদা জিয়ার সময় কাটছে যেভাবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২১, ১৯:০৩আপডেট : ২১ এপ্রিল ২০২১, ১৯:২৩

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ১৪তম দিন পার করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দ্বিতীয় সপ্তাহ খুব ‘ক্রুশিয়াল’ বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসকরা। তবে তারা এও জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে। পাশাপাশি নিবিড় পর্যবেক্ষণও অব্যাহত আছে। আজ বুধবার (২১ এপ্রিল) রাত ১০টার দিকে মেডিকেল টিমের সদস্যরা আবারও তার স্বাস্থ্যের খোঁজ নিতে গুলশানের ফিরোজায় যাবেন।

কীভাবে সময় কাটছে

পরিবার ও রাজনৈতিক কার্যালয়ের দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে জানা গেছে, খালেদা জিয়ার মানসিক অবস্থা অটুট আছে। তিনি তার বাসভবন ফিরোজায় কর্মরত কয়েকজন করোনা আক্রান্তের নিয়মিত খোঁজ-খবর রাখছেন। সকালে ইবাদতের মাধ্যমে দিন শুরু হয় তার। এরপর পত্রিকা পড়েন। বিরতি নিয়ে দেখেন টেলিভিশনও।

চিকিৎসকদের একজন জানান, তার বাসার যারা আক্রান্ত, তিনি তাদের নিয়মিত খোঁজ রাখছেন। চিকিৎসকরা যখন তার শারীরিক অবস্থার আপডেট নেন, ওই সময় অন্যদের স্বাস্থ্যের বিষয়টিও ফলোআপে রাখতে অনুরোধ করেন খালেদা জিয়া। মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে ডা. জাহিদ হোসেন বিএনপি চেয়ারপারসনকে পর্যবেক্ষণ শেষে বেরিয়ে সাংবাদিকদের জানান, খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেছেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে জানাচ্ছেন ডা. জাহিদ হোসেন দায়িত্বশীল একজন জানান, ইতোমধ্যে চিকিৎসকদের মাধ্যমে বিএনপি প্রধান দেশবাসীকে নিয়মিত মাস্ক পরতে উৎসাহিত করেছেন। একইভাবে নিজের বাসায়ও তিনি বাকিদের স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহ দিচ্ছেন।

পরিবারের একটি সূত্র জানায়, প্রতিদিন নিয়ম করেই খালেদা জিয়া তার লন্ডনস্থ সন্তান তারেক রহমান, পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও নাতি-নাতনিদের সঙ্গে কথা বলেন। কখনও ভিডিও কলে, কখনও ফোনে যোগাযোগ রাখছেন প্রয়াত সন্তান আরাফাত রহমান কোকোর পরিবারের সঙ্গেও। ইতোমধ্যে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে আসা কয়েকজন জানিয়েছেন, তার মনোবল বেশ দারুণ। একজনের ভাষ্য, ৭৬ পার হতে চললেও বয়স তাকে কাবু করতে পারেনি।

করোনা রি-টেস্ট আগামী সপ্তাহে

বিএনপি চেয়ারপারসনের মেডিকেল টিমের সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বুধবার বাংলা ট্রিবিউনকে জানান, আজ রাত ১০টার দিকে মেডিকেল টিমের প্রধান অধ্যাপক ডা. এফএম সিদ্দিকীসহ বাকিরা যাবেন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে।

খালেদা জিয়া ডা. জাহিদ বলেন, ‘ম্যাডামের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। আগামী কয়েক দিন খেয়াল রাখতে হবে আরও গভীরভাবে। আজ তার ১৪তম দিন পার হচ্ছে। করোনা রোগীদের ক্ষেত্রে এ সময়টা খুব গুরুত্বপূর্ণ। আগামী সপ্তাহ নাগাদ আমরা আবার তার করোনা পরীক্ষা করাবো। তবে, তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে।’

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজা (কারাদণ্ড) হয় খালেদা জিয়ার। ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে তার ছয় মাসের মুক্তি হয়। পরে ওই বছরের সেপ্টেম্বরে তার মুক্তির সময় আরও ছয় মাস বাড়ায় সরকার। এ বছরের মার্চে তৃতীয়বারের মতো ছয় মাসের মেয়াদ বাড়ানো হয়। চলতি ১১ এপ্রিল করোনা টেস্ট পজিটিভ আসে খালেদা জিয়ার।

/এসটিএস/এফএ/এমওএফ/
সম্পর্কিত
খালেদা জিয়াকে সারাক্ষণ পর্যবেক্ষণে রাখা প্রয়োজন: মেডিক্যাল বোর্ড
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি, যাবেন হাসপাতালে
খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা