X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

লকডাউনে কর্মহীনদের জন্য সরকারের দিকে তাকিয়ে ডিএসসিসি

শাহেদ শফিক
২১ এপ্রিল ২০২১, ২১:২৬আপডেট : ২১ এপ্রিল ২০২১, ২১:২৬

লকডাউনে কর্মহীন হয়ে পড়েছেন রাজধানী ঢাকার নিম্নআয়ের মানুষ। এরইমধ্যে কর্ম হারিয়ে কয়েক লাখ মানুষ ঢাকা ছেড়েছেন। যারা এখনও অবস্থান করবেন তারাও রয়েছেন দুশ্চিন্তায়। ঘরে থাকা খাদ্যসামগ্রী অনেকের শেষ হয়ে পড়েছে। সামনের দিনগুলোতে কীভাবে চলবেন তার হিসাব মেলাতে পারছেন না। এই যখন অবস্থা তখন প্রতি ওয়ার্ডে একলাখ টাকা করে বরাদ্দ দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। আর দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এখনও তাকিয়ে আছে সরকারের দিকে। এছাড়া নিজস্ব তহবিল থেকে খরচ করা যায় কিনা তা ভেবে দেখা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

গত বছর করোনা মহামারির শুরুর দিকে বেশ তৎপর ছিল দুই সিটি করপোরেশন। সরকারের পক্ষ থেকে বরাদ্দ পৌঁছার আগেই নিজের অর্থায়নে খাদ্য বিতরণ শুরু করে দক্ষিণ সিটি করপোরেশন। সেসময় ৬৬ দিনের সাধারণ ছুটিতে কয়েক লাখ নগরবাসীকে খাবার সরবরাহ করেছে সিটি করপোরেশন।

নিজস্ব ব্যবস্থাপনায় বাসায় বাসায় পৌঁছে দেওয়া হতো সিটি করপোরেশনের খাদ্য সামগ্রী। মাঠে ছিলেন করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে মেয়র ও কাউন্সিলররা।

সংস্থাটির তৎকালীন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন চালু করেন হটলাইন। উত্তর সিটি করপোরেশনের পাশাপাশি দায়িত্বের বাহিরে থাকা (মেয়রের দায়িত্ব না নেওয়ার আগে) মেয়র মো. আতিকুল ইসলামও তার ‘সবাই মিলে সবার ঢাকা’ প্ল্যাটফর্মের পক্ষ থেকে ৭৩ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। কিন্তু এবছর সেই তৎপরতা দেখা যাচ্ছে না। এরই মধ্যে দুই দফায় ঘোষিত ১৫ দিনের লকডাউনের ৮দিন শেষ হয়েছে। তবে এরই মধ্যে উত্তরের মেয়র আতিকুল ইসলাম প্রতি ওয়ার্ডে প্রাথমিকভাবে এক লাখ করে অর্থ বরাদ্দ দিয়েছেন।

জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নুরী বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা এখনও সরকারের পক্ষ থেকে কোনও বরাদ্দ পাইনি। পেলে শুরু করবো। আমরা নির্দেশনার অপেক্ষায় আছি। আমরা মনে করেছিলাম সরকার এসব কর্মহীন মানুষের জন্য কিছু বরাদ্দ রাখবে। পত্রপত্রিকায়ও যেটা দেখেছি, সরকার তো ঘোষণা করেছে নিম্নআয়ের মানুষের জন্য বরাদ্দ দেবে। সেটা এখনও আমাদের কাছে পৌঁছেনি। না পৌঁছলে তো কিছু বলা যাচ্ছে না। এজন্য আমরা একটু অপেক্ষা করছি।

জানা গেছে, গত বছর লকডাউনের সময় প্রায় দেড় লাখ মানুষের এক মাস খাদ্যসামগ্রীর ব্যবস্থা করে দক্ষিণ সিটি করপোরেশন। কারো খাদ্যসামগ্রীর সংকট দেখা দিলে করপোরেশনের নির্ধারিত হটলাইনে ফোন করলে বাসায় পৌঁছে দেওয়া হতো এক মাসে খাদ্যসামগ্রী। তখন প্রতি কর্মহীন পরিবারের জন্য ২৫ কেজি ওজনের বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রাপ্ত ব্যক্তিদের নাম পরিচয় গোপন রাখা হতো। সরকারের পক্ষ থেকে বরাদ্দ পৌঁছার আগেই ডিএসসিসি তার নিজস্ব তহবিল হতে এই আয়োজন করে।

গত বছরের মতো এবারও সিটি করপোরেশন তার নিজস্ব ব্যবস্থাপনায় কিছু করবে কিনা এমন প্রশ্নের জবাবে আমিন উল্লাহ বলেন, ‘বিকল্প ব্যবস্থার সুযোগ আছে কিনা তা নিয়ে আমরা মেয়রের সঙ্গে কথা বলবো।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন মনে করেন, করোনার এই দুর্দিনে নাগরিকদের পাশে দাঁড়ানো নগর সংস্থার দায়িত্ব। আপদকালীন সময়ে নাগরিকদের দায়িত্ব নেওয়া সিটি করপোরেশনের দায়িত্ব। আইনেও বিষয়টি উল্লেখ রয়েছে। যে কারণে আমার সময়ে আমরা প্রথমে আমাদের রাজস্ব খাত থেকেই ব্যয় করি। সরকারের দিকে দেখে থাকিনি। পরে সরকারসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার দান অনুদান থেকেই খাদ্যসামগ্রী বিতরণ করি। এখনও সিটি করপোরেশনের উচিত হবে তাদের নিজস্ব তহবিল থেকে কর্মহীন মানুষের জন্য খরচ করা।

/এমআর/
সম্পর্কিত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
খিলগাঁওয়ে রিকশাচালকের মরদেহ উদ্ধার
দুর্নীতির মামলায় বিকল্প ধারার সাবেক মহাসচিব আব্দুল মান্নান কারাগারে
সর্বশেষ খবর
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
প্রিয় দশ
প্রিয় দশ
মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ
মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ
বাংলাদেশে চীনের উদ্যোক্তাদের বস্ত্র ও পাট খাতে বিনিয়োগের আহ্বান নানকের
বাংলাদেশে চীনের উদ্যোক্তাদের বস্ত্র ও পাট খাতে বিনিয়োগের আহ্বান নানকের
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে