X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

উইলিয়ামসন নামতেই ভাগ্য বদলালো হায়দরাবাদের

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০২১, ২২:৫৬আপডেট : ২১ এপ্রিল ২০২১, ২২:৫৬

তিন ম্যাচ খেলে ফেলেছে, কিন্তু জয়ের দেখা নেই সানরাইজার্স হায়দরাবাদের। তাতে কেন উইলিয়ামসনকে খেলানোর জোর দাবি ওঠে। নিউজিল্যান্ড অধিনায়ক একাদশে আসতেই ভাগ্য বদলে গেলো হায়দরাবাদের। ২০২১ আইপিএলের চতুর্থ ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেয়েছে ডেভিড ওয়ার্নাররা। বুধবার দিনের প্রথম খেলায় হায়দরাবাদ ৯ উইকেটে হারিয়েছে পাঞ্জাব কিংসকে।

চলতি আইপিএলে হায়দরাবাদের বোলাররা আলো ছড়িয়ে যাচ্ছেন। কিন্তু ব্যাটসম্যানরা কিছুই করতে পারছেন না। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে পাঞ্জাবের বিপক্ষেও জ্বলে উঠেছিলেন ভুবনেশ্বর কুমার-খলিল আহমেদরা। তাদের তোপে ১৯.৪ ওভারে ১২০ রানে অলআউট হয় লোকেশ রাহুলরা। সহজ এই লক্ষ্য জনি বেয়ারস্টোর অপরাজিত হাফসেঞ্চুরিতে মাত্র ১ উইকেট হারিয়ে টপকে যায় হায়দরাবাদ।

উদ্বোধনী জুটিতে হায়দরাবাদ পায় ৭৩ রান। অধিনায়ক ওয়ার্নার ৩৭ বলে ৩ বাউন্ডারি ও এক ছক্কা খেলেন ৩৭ রানের ইনিংস। তার বিদায়ের পর উইলিয়ামসনকে নিয়ে বাকি কাজটা সেরেছেন বেয়ারস্টো। ইংলিশ উইকেটকিপার অপরাজিত থাকেন ৬৩ রানে। ৫৬ বলের ইনিংসটি সাজান ৩ বাউন্ডারি ও ৩ ছক্কায়। আর প্রথমবার ২০২১ আইপিএলে নেমে উইলিয়ামসন ১৯ বলে অপরাজিত ছিলেন ১৬ রানে।

হায়দরাবাদের হারানো একমাত্র উইকেট নিয়েছেন ফাবিয়েন অ্যালেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা পাঞ্জাবের ব্যাটসম্যানরা মুখ থুবড়ে পড়ে খলিলের বোলিংয়ের সামনে। এই পেসার ৪ ওভারে ২১ রান দিয়ে নেন ৩ উইকেট। আরেক পেসার অভিষেক শর্মার ২৪ রানে শিকার ২ উইকেট। এছাড়া রশিদ খান ৪ ওভারে ১৭ রানে ১ উইকেট ও ভুবনেশ্বর ৩ ওভারে ১৬ রানে ১ উইকেট নিলে ১২০ রানে শেষ পাঞ্জাব।

হায়দরাবাদ বোলারদের সামনে সর্বোচ্চ ২২ রান করেছেন দুই ব্যাটসম্যান মায়াঙ্ক আগারওয়াল ও শাহরুখ খান। ক্রিস গেইল করেন ১৫, আর অধিনায়ক রাহুলের ব্যাট থেকে আসে ৪ রান।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘মুম্বাইয়ের সঙ্গে দীর্ঘ সময় খেললে ব্রেইন ফেটে যাবে’
‘মুম্বাইয়ের সঙ্গে দীর্ঘ সময় খেললে ব্রেইন ফেটে যাবে’
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা
দলের সিদ্ধান্ত অমান্য করে ভোটে লড়ছে ভাই-ছেলে, শাজাহান খান বললেন, ‘পরিবারের ঐতিহ্য’
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত অমান্য করে ভোটে লড়ছে ভাই-ছেলে, শাজাহান খান বললেন, ‘পরিবারের ঐতিহ্য’
সিলিং ফ্যানের যত্নে ৬ টিপস
সিলিং ফ্যানের যত্নে ৬ টিপস
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান