X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সিগারেট বাকি না দেওয়ায় হামলা, আহত ৩

শরীয়তপুর প্রতিনিধি
২২ এপ্রিল ২০২১, ১৩:৫৫আপডেট : ২২ এপ্রিল ২০২১, ১৩:৫৫

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় সিগারেট বাকি না দেওয়ায় দোকানদারসহ তার পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে তিন জন আহত হয়েছেন। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে গোসাইরহাট থানায় একটি অভিযোগ করা হয়েছে। এর আগে, ২০ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের নাগেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

হামলায় আতিকুর রহমান চৌধুরীর ছেলে রাকিব চৌধুরী (১৮), ইমন চৌধুরী (১৬) ও স্ত্রী কানন বেগম (৪০) আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, নাগেরপাড়া ইউনিয়নের নাগেরপাড়া গ্রামে রাকিব চৌধুরীর একটি মুদি দোকান আছে। ২০ এপ্রিল দুপুরে ওই দোকানে বাকিতে সিগারেটে কিনতে যান একই গ্রামের আবুল হাওলাদারের ছেলে জাকির হোসেন হাওলাদার। ওই সময় রাকিব বাকিতে সিগারেট দেবে না বলে জানান। কিছুক্ষণ পর জাকির হোসেন হাওলাদার (৩০), তার স্ত্রী ফাতেমা বেগম (২৫) ভাই আক্তার হোসেন হাওলাদার (৩৫), চাচা সুলতান হাওলাদার (৫৫), ভাই বারেক মাঝি (৩৬), ভাবি মোহসেনা বেগম (৩০), রুজি বেগম (৩০), শাশুড়ি মমতাজ বেগম (৬০) মিলে রাকিবের দাদা মুক্তিযোদ্ধা হামিদ চৌধুরীর ঘর, দোকানপাট ভাঙচুর ও লুটপাট করে। পরে রাকিব, ইমন ও কাননকে বেধড়ক মারধর করা হয়।

আহত অবস্থায় স্থানীয়রা তাদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। তারা এখনও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এ ঘটনায় আহত কানন বেগম বাদী হয়ে গোসাইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

সিগারেট বাকি না দেওয়ায় হামলা, আহত ৩ আহত রাকিবের ফুফু রোকেয়া বেগম বলেন, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা পরিবারের লোক হওয়ার পরেও সামান্য সিগারেট না দেওয়ার বিষয় নিয়ে কেউ হামলা করতে পারে? হামলায় আমার ভাবি ও ভাইয়ের ছেলেরা আহত হয়েছে এবং বাবার ঘরসহ দোকান ভাঙচুর ও লুটপাট করেছে জাকির, আক্তার, সুলতান, বারেকরা। তাছাড়া ওদের সঙ্গে দীর্ঘদিন ধরে আমাদের জমি নিয়ে বিরোধ চলছে। আমি হামলাকারীদের বিচার চাই।

আহত রাকিব চৌধুরী বলেন, জাকির হোসেন হাওলাদারের কাছে আমি আগের বাকি টাকা পাই। তাই বাকিতে সিগারেট দিতে চাইনি। তাই আমাদের ওপর হামলা চালায়।

তবে, অভিযুক্ত জাকির হোসেন হাওলাদারসহ তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তাদের পাওয়া যায়নি।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোয়েব আলী বলেন, ওই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি