X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে নিহত ১, আহত ২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২২ এপ্রিল ২০২১, ২৩:৩০আপডেট : ২২ এপ্রিল ২০২১, ২৩:৩০

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের ডাকাত দলের গুলিতে মোহাম্মদ হোসেন (৩০) নামে এক স্থানীয় নিহত ও দুই রোহিঙ্গা আহত হয়েছে। ২২ এপ্রিল রাত ৮ টায় নেচার পার্ক সংলগ্ন উত্তর দমদমিয়ায় এ ঘটনাটি ঘটে।  

নিহত হোসেন টেকনাফের জাদিমুরার বাচা মিয়ার ছেলে। এছাড়া রোহিঙ্গা ক্যাম্পের মো. আয়াজ ও রশিদ উল্লাহ নাম আরও দুজন আহত হয়েছেন। এর মধ্যে আয়াজের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন টেকনাফ জরুরি বিভাগের চিকিৎসক। এদেরকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে রাত সাড়ে ৮ নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে কক্সবাজারে রেফার করে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘রোহিঙ্গা ডাকাতের গুলিতে স্থানীয়সহ ৩ ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। তবে কি কারণে এই ডাকাতির প্রচেষ্টা সেটি জানা যায়নি। এ বিষয়ে পুলিশ ঘটনাস্থলে তদন্ত করছে।

প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা জানান, ‘রোহিঙ্গা জাকির ডাকাত দলের সদস্য মো. হাসিম ও নুরুর নেতৃত্বে একটি অস্ত্রধারী দল জাদিমুরা ক্যাম্পের সি-ব্লকের আয়াজকে অপহরণের চেষ্টা করে। এসময় তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে, তাদের লক্ষ্য করে ডাকাত বাহিনী গুলি বর্ষণ করে। এতে ওই তিনজন গুলিবিদ্ধ হয়। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য বিভাগে নিয়ে আসেন।

এ প্রসঙ্গে টেকনাফ উপজেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসক শুভ দেব জানান, ‘ক্যাম্পে গোলাগুলিতে আহতদের মধ্যে গুলিবিদ্ধ দুজনের অবস্থা খুবই খারাপ। তাদের শরীরের বুক ও মুখসহ বিভিন্ন জায়গায় গুলি আঘাত দেখা গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজারের পাঠানো হয়েছে।

টেকনাফ জাদিমুরা ক্যাম্পের পুলিশ ফাড়ির ইনচার্জ এপিবিএনের পরির্দশক (অপারেশন) মো. আহসানুজ্জামান এ হতাহতের ঘটনা নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ ক্যাম্পে অস্ত্রধারীদের ধরতে অভিযান পরিচালনা করছে।

 

/এফএএন/
সম্পর্কিত
মিয়ানমার ও রোহিঙ্গা সমস্যা: নিরাপত্তা পরিষদে নিজের অবস্থান তুলে ধরলো বাংলাদেশ
রোহিঙ্গাদের বাসা ভাড়া দিলে নেওয়া হবে আইনি ব্যবস্থা
ফেরত যাবেন মিয়ানমারের ১৮০ সেনা, ফিরবেন ১৭০ বাংলাদেশি
সর্বশেষ খবর
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
জিমি নেই, তারপরও খেলতে নেমেছে মোহামেডান
জিমি নেই, তারপরও খেলতে নেমেছে মোহামেডান
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!