X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মোস্তাফিজদের নখদন্তহীন বোলিং, জয়ে শীর্ষে কোহলিরা

স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০২১, ০০:০১আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ০০:০৫

এবারের আইপিএলে অপ্রতিরোধ্য গতিতেই এগিয়ে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তাদের রুখতে ১৭৮ রানের লক্ষ্য দিয়েছিল রাজস্থান রয়্যালস। কিন্তু ব্যাটসম্যানরা লড়াইয়ের পুঁজি দিলেও  ব্যাঙ্গালোরকে কোনওভাবেই রুখতে পারেননি মোস্তাফিজুর রহমান-ক্রিস মরিসরা। বোলারদের নখদন্তহীন বোলিংয়ে কোনও উইকেট না হারিয়ে আরেকটি ম্যাচ জিতেছে বিরাট কোহলিরা। রাজস্থানকে তারা হারিয়েছে ১০ উইকেটে! তাতে টানা চার ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে বসেছে ব্যাঙ্গালোর।

অথচ টস হেরে শুরুতে ব্যাট করতে নামা রাজস্থানের অবস্থা ছিল খুবই করুণ। পাওয়ার প্লের মাঝে বিদায় নেন তিন ব্যাটসম্যান। জশ বাটলার ৮, মানান বোহরা ৭ ও ডেভিড মিলার ফিরে যান শূন্যতে! করুণ শুরুতে পাওয়ার প্লেতেও প্রাপ্তি ছিল ৩ উইকেটে ৩২!

অধিনায়ক সানজু স্যামসন ২১ রানে স্কোরবোর্ডে রান তোলার চেষ্টা করলেও পরে মূলত করুণ  স্কোরবোর্ডকে সমৃদ্ধ করেছেন শিবম দুমে, রায়ান পরাগ ও রাহুল তেওয়াতিয়া। দুবে ৩২ বলে ৫টি চার ও ২ ছক্কায় করেন ৪৬ রান। পরাগ ১৬ বলে করেছেন ২৫ রান আর তেওয়াতিয়া ২৩ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলায় শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৭৭ রান পায় রাজস্থান।

২৭ রানে ৩ উইকেট নেন মোহাম্মদ সিরাজ। ৪৭ রানে সম সংখ্যক উইকেট নেন হার্শাল প্যাটেলও। 

জবাবে মোস্তাফিজ-মরিসদের কোনও পাত্তাই দেননি ব্যাঙ্গালোরের দুই ওপেনার বিরাট কোহলি ও দেবদূত পাদিক্কাল। তাদের ঝড়ো ব্যাটিংয়েই কোনও উইকেট না হারিয়ে ১৬.৩ ওভারে জয় তুলে নেয় ব্যাঙ্গালোর। কোহলি ৪৭ বলে ৭২ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি ছয়। তবে পুরো ইনিংসেই আলো ছড়িয়েছেন পাদিক্কাল। ৫২ বলে ১১টি চার ও ৬টি ছক্কায় তুলে নেন ঝড়ো সেঞ্চুরি। তিনি অপরাজিত ছিলেন ১০১ রানে। এমন ইনিংস খেলে রেকর্ডবুকেও নাম লিখিয়েছেন তিনি। আইপিএলে তৃতীয় কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করেছেন। রান তাড়ায় অবশ্য তিনিই কনিষ্ঠতম। তাই ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে।

মোস্তাফিজ ৩.৩ ওভার বল করলেও হুমকি হয়ে দাঁড়াতে পারেননি কোহলিদের কাছে। দিয়েছেন ৩৪ রান! এর ওপর এই ম্যাচে সবচেয়ে বেশি এক্সট্রা রানও এসেছে তার কাছ থেকে। ক্রিস মরিস ৩ ওভারে দিয়েছেন ৩৮ রান। বাকিরাও খরুচে বোলিংয়ে ছিলেন উইকেট শূন্য। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’