X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

রাজধানীতে আজ গাড়ির চাপ কম, বের হওয়াদের পুলিশের জেরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২১, ১৯:৩২আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ১৯:৩২

লকডাউনের মধ্যে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আজ শুক্রবার (২৩ এপ্রিল) রাজধানীতে যানবাহনের চাপ ছিল অনেক কম। অন্যদিনের তুলনায় চেকপোস্টগুলোতেও অনেকটা ঢিলাঢালা ভাব লক্ষ করা যায়। তবে যেসব চেকপোস্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্বে ছিলেন সেখানে বাইরে বের হওয়া অনেককে জেরার মুখে পড়তে হয়েছে। তাদের বের হওয়ার পেছনে যৌক্তিক কারণ আছে কিনা বা মুভমেন্ট পাশ আছে কিনা তা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। 

শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, লোকজন কম বের হয়েছেন রাস্তায়। যানবাহনের চাপ ছিল অনেক কম। প্রধান প্রধান সড়কে কাদাচিৎ সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা চলতে দেখা গেছে। মোটরসাইকেলে দুজন আরোহী থাকলে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পরিবারের সদস্য না হলে জরিমানা ও মামলা দেওয়া হচ্ছে।

পুলিশের জেরার মুখে মোটরসাইকেল চালক তেজগাঁও ট্রাফিক বিভাগের পুলিশ সার্জেন্ট চন্দন চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রয়োজন মেটাতে অনেকেই ঘর থেকে বের হচ্ছেন। আমরা তাদের প্রয়োজনীয়তার বিষয়টি জিজ্ঞাসাবাদ করছি। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। যুক্তিসঙ্গত কোনও কারণ না পেলে জরিমানা কিংবা মামলা করছি।’

বিকালে ধানমন্ডি ২৭, আসাদগেট, শ্যামলী, টেকনিকেল এলাকায় দেখা গেছে, রাস্তা ছিল অনেকটাই ফাঁকা। কেউ কেউ ব্যক্তিগত গাড়ি নিয়ে নিজেদের গন্তব্যে ছুটে যাচ্ছেন। কিছু কিছু জায়গায় পুলিশের তল্লাশিও চোখে পড়েছে।

চেকপোস্টে দায়িত্বরত পুলিশ ট্রাফিক সার্জেন্ট মোখলেসুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার ছুটির দিন হওয়ায় রাস্তায় গাড়ির চাপ রয়েছে কম। মানুষ কম বেরিয়েছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে আমরা মাঠে রয়েছি। যারা বের হয়েছেন তাদের কাজের প্রয়োজনীয়তা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছি। মুভমেন্ট পাস আছে কিনা সে বিষয়টিও জিজ্ঞাসা করছি।’

টেকনিক্যাল মোড়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট তন্ময় সাহা বলেন, ‘আমরা শিফটিং অনুযায়ী ডিউটি করে যাচ্ছি। করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে জরুরি প্রয়োজন ছাড়া নগরবাসী যেন রাস্তায় বের না হন, সে বিষয়টি জনগণের কাছে তুলে ধরছি। জনগণ সচেতন হলেই করোনার সংক্রমণের ঝুঁকি থেকে আমরা অনেকটা রেহাই পাবো। ’

 

/আরটি/আইএ/
সম্পর্কিত
প্রথমবার লকডাউন চীনের বাণিজ্যিক শহর সাংহাই
প্রথমবারের মতো লকডাউনে কিরিবাতি
একজনের ওমিক্রন শনাক্তের পর পুরো বিল্ডিং লকডাউন
সর্বশেষ খবর
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সমরাস্ত্র প্রদর্শনীতে মেশিন টুলস ফ্যাক্টরির পণ্য
সমরাস্ত্র প্রদর্শনীতে মেশিন টুলস ফ্যাক্টরির পণ্য
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো