X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

বীরশ্রেষ্ঠ রুহুল আমিন পাঠাগার অনুদানের তালিকাভুক্ত হবে

বাংলা চ্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২১, ২২:০২আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ২২:০২

বীরশ্রেষ্ঠ রুহুল আমিন পাঠাগারটিকে সরকারি অনুদানের তালিকাভুক্তি করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

শুক্রবার (২৩ এপ্রিল) বিশ্ব বই দিবস-২০২১ উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

অনুষ্ঠান সভাপতিত্ব করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘বীর শ্রেষ্ঠ রুহুল আমিনের নামে গন্থাগারটি রয়েছে, তার নাকি দরজা খোলার লোক নেই। আমি এখানে বসেই (অনুষ্ঠানে অংশ নিয়ে) জাতীয় গ্রন্থাগারের পরিচালককে ফোন দিয়ে বলেছি, সরকারি অনুদানের তালিকাভুক্ত রয়েছে কিনা। যদি না থাকে তাহলে আমরা এবার থেকে তালিকাভুক্ত করে নেবো।

অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে মানুষের বই পড়ার আগ্রহ কমে গেছে। আমরা মন্ত্রণালয় থেকে বই পড়ায় উদ্বুদ্ধ করতে নানাভাবে চেষ্টা করি। আমরা ৮শ’ গ্রন্থাগারকে তালিকাভুক্ত করেছি। এসব গ্রন্থাগারে বাৎসরিক অনুদান দিই।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়ে সংসদ সদস্য ও পাঠাগার আন্দোলন বাংলাদেশের ট্রাস্টি হাবিবা রহমান খান শেফালী বলেন, ‘বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের নামে তৈরি গ্রন্থাগারটির তালা খোলা হয় না। সবকিছু থাকলেও লোকবল না থাকায় তা সম্ভব হয় না।’

অনুষ্ঠানে দেশের সব পাঠাগারকে সরকারি অনুদানের তালিকাভুক্ত করার জন্য দাবি জানানো হয়। এ প্রসঙ্গে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘দেশে সাড়ে ১২শর মতো গ্রন্থাগার ছিলো। তদন্ত করে দেখা গেছে সাড়ে ৪শ ভুয়া। কুড়ি গ্রামের একটি উপজেলা থেকে ৩৮টি দরখাস্ত এসেছিল। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, কুড়িগ্রামের জেলা প্রশাসক সুপারিশ করে পাঠিয়েছিলেন। তদন্ত করে দেখি ৩৮টি আবেদনই ভুয়া। এভাবে যাচাই বাছাই করতে করতে আটশতে নিয়ে এসেছি। এসব পাঠাগার সরকারি অনুদান পাচ্ছে।’

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, পাঠাগার আন্দোলন বাংলাদেশের ট্রাস্টি ও সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক গাজী হাসান কামাল প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পাঠাগার আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান ও বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের সভাপতি মো. ইমাম হোসাইন।

অনুষ্ঠানে জানানো হয়, জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠান ইউনেস্কোর উদ্যোগে ১৯৯৫ সালের ২৩ এপ্রিল থেকে প্রতিবছর এই দিবসটি পালন করা হয়। বই দিবসের এবারের মূল প্রতিপাদ্য হলো— ‘বই পড়া, বই ছাপানো, বইয়ের কপিরাইট সংরক্ষণ করা ইত্যাদি বিষয়ে জনসচেতনতা বাড়ানো।’

 

 

/এসএমএ/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক