X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে ছাত্রদল কর্মী গ্রেফতার

ফেনী প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২১, ০৮:৫৬আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ০৮:৫৬

সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে ফেনীতে ছাত্রদল কর্মী ইমরানুল হক ইমরান (২৯) শুক্রবার (২৩ এপ্রিল) রাতে গ্রেফতার হয়েছেন। এ ঘটনায় দায়ের তথ্য-প্রযুক্তি আইনের মামলায় জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, ছাত্রদল সভাপতি সালাহউদ্দিন মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলালকে আসামি করা হয়েছে।

মামলার বাদী জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন। শনিবার (২৪ এপ্রিল) গ্রেফতার এমরানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর কথা রয়েছে। গ্রেফতার এমরান ফেনী শহরের দক্ষিণ চাঁড়িপুর এলাকার বাসিন্দা আবদুল করিমের ছেলে।

এসআই আলমগীর হোসেন এজাহারে উল্লেখ করেন, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে ইমরান জানিয়েছে বিএনপি ও অঙ্গ সংগঠনের উল্লেখিত চার নেতার নির্দেশে ৩-৪ মাস ধরে বিভিন্ন সময়ে সরকার ও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে ফেসবুকে পোস্ট দিচ্ছেন তিনি। এসব পোস্টের মাধ্যমে সরকার তথা আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালানো হয়।

তবে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এই প্রসঙ্গে বলেন, ‘উল্লেখিত নেতাকর্মীরা সামাজিক যোগাযোগের কোনও মাধ্যমেই সরকার কিংবা রাষ্ট্রবিরোধী মামলার শিকার হয়েছেন। এই মামলা সরকারের দমন-পীড়নের অংশ। বিএনপির পক্ষ থেকে মামলা দায়েরের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানানো হয়।

 

/টিটি/
সম্পর্কিত
প্রতারণার অভিযোগে সাবেক স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
জেল থেকে বেরিয়ে ফের শিশু পর্নোগ্রাফি চক্রে জড়ান শিশুসাহিত্যিক টিপু!
সর্বশেষ খবর
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী