X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

পাবনায় মার্কেটে ভিড়, উপেক্ষিত স্বাস্থ্যবিধি

পাবনা প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২১, ১৭:০৩আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ১৭:০৩

কঠোর স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তে সারাদেশের মতো পাবনায়ও খুলেছে সব ধরনের বিপণিবিতান ও দোকানপাট। রবিবার (২৫ এপ্রিল) সকাল থেকেই শহরের নিউমার্কেট, হাজী মার্কেট, খান বাহাদুর শপিং সেন্টার, রবিউল মার্কেট ও দই বাজার এলাকার বিভিন্ন দোকানে ভিড় করতে থাকেন ক্রেতারা। ফুটপাতে নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন হকাররাও।

পাবনা শহরের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, পুরোদমে দোকান ও বিপণিবিতান খুললেও কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা মানছেন না অনেকেই। কোনও কোনও দোকানে বিক্রেতারা হ্যান্ড স্যানিটাইজার রেখে মাস্ক ব্যবহার করলেও অধিকাংশ দোকানে তারা মাস্ক পরছেন না। কেউ কেউ মাস্ক রেখেছেন পকেটে কিংবা থুতনিতে। অসচেতনতায় পিছিয়ে নেই ক্রেতারাও। মাস্ক ছাড়া কেনাকাটা করছেন শিশুদের নিয়েই। দোকানগুলোতে গাদাগাদি করে চলছে বেচাকেনা, নেই কোনও শারীরিক দূরত্ব।

পাবনা নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন বলেন, ‘সরকার আমাদের দোকান খোলার সুযোগ দেওয়ায় আমরা কৃতজ্ঞ। সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার জন্য সব ব্যবসায়ীদের বলা হয়েছে। বার বার সতর্ক করা হচ্ছে। তারপরেও কেউ অবহেলা করলে সেই দায়িত্ব আমরা নেবো না। প্রশাসন মনিটরিং করলে সমিতির পক্ষ থেকে সহযোগিতা করা হবে।’

এদিকে, দোকানদার ও ব্যবসায়ীদের সতর্ক করতে বিভিন্ন মার্কেট ও বিপণিবিতানে অভিযান চালায় প্রশাসনের মনিটরিং টিম। এ সময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকসানা মিতা বেশ কয়েকজন দোকানিকে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা করেন।

তবে, ঈদের কেনাকাটায় মার্কেটের উপচেপড়া ভিড় হওয়ায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করা সম্ভব হবে না বলেই মনে করছে সচেতন মহল। এতে পরিণতি ভয়াবহ হয়ে উঠতে পারে বলে মত স্বাস্থ্য বিশেষজ্ঞদের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় পাবনায় করোনা আক্রান্ত হয়েছেন আরও ৫৭ জন। পাবনা জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট সালেহ মোহাম্মদ আলী জানান, গত এক সপ্তাহে হাসপাতালে আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। বর্তমানে শয্যা সংখ্যার অতিরিক্ত রোগী ভর্তি রয়েছে। সংকট রয়েছে অক্সিজেনেরও। এ পরিস্থিতিতে মানুষ স্বাস্থ্যবিধি না মেনে চললে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি