X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ 

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২১, ২২:৫২আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ২২:৫২

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মারধরের পর স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

তবে অভিযুক্ত সাদেকুল ইসলাম স্ত্রীর গায়ে আগুন দেননি বলে দাবি করেছেন। তিনি বালিয়াডাঙ্গি উপজেলার চাড়োল ইউনিয়নের ছোট সিঙ্গিয়া গ্রামের পজির উদ্দীনের ছেলে।

দুই মেয়ে ও এক ছেলের জননী (৩৫) চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে বলেন, প্রায় ১৮ বছর আগে সাদেকুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। তবে সুখ পাননি। প্রায়ই তাকে মারধর করে সাদেকুল। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার সালিশ-বৈঠক করেছেন। তারপরও তার ওপর নির্যাতন কমেনি।

গৃহবধূ বলেন, মঙ্গলবার বিকালে বাড়ি ফিরে কোনও কারণ ছাড়াই সাদেকুল আমাকে মারধর শুরু করে। যেহেতু রোজা ছিলাম, তাই এর কোনও প্রতিবাদ করিনি। পরদিন বুধবার সকালে আমার শরীরে আগুন ধরিয়ে দেয় সে। পরে পরিবারের লোকজন তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হলে ঠাকুরগাঁও সদর হাসপাতালে আনা হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. রকিবুল আলম চয়ন পুড়ে যাওয়া নারীর অবস্থা সম্পর্কে বলেন,  ‘গৃহবধূর শরীরে আগুন দেওয়া হয়েছে। শরীরের পেছনের ১৫ শতাংশ ঝলসে গেছে। তাকে আমরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছি।’

তবে স্ত্রীকে আগুনে ঝলসে দেওয়ার অভিযোগ অস্বীকার করে সাদেকুলের দাবি, ‘সে ঘরের দরজা বন্ধ করে নিজেই তার শরীরে আগুন ধরিয়ে দিয়েছে। এখন আমাকে অভিযুক্ত করা হচ্ছে।’

অবশ্য স্ত্রীকে মারধরের করার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে মাঝেমধ্যেই এসব হতো। এগুলো তো স্থানীয়ভাবে আপস হয়েছে।’

এ বিষয়ে এখনও থানায় অভিযোগ দেয়নি গৃহবধূর পরিবার। আর থানার ওসি লোকমুখে ঘটনা শুনেও অপেক্ষায় আছেন কেউ অভিযোগ দেবে, তারপর তদন্তে নামবেন।

বালিয়াডাঙ্গী থানার ওসি মো. হাবিবুল হক প্রধান বলেন, গৃহবধূর শরীরে তার স্বামী আগুন ধরিয়ে দিয়েছে এ ধরনের কোনও লিখিত অভিযোগ কেউ দেয়নি। অভিযোগ পেলে অবশ্যই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়