X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

একই দিনে চীনের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশি কর্মকর্তাদের বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২১, ২০:৪৯আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ২১:২৯

চীনের কাছে দক্ষিণ এশিয়া সব সময় গুরুত্বপূর্ণ। বলা হয়, নিজেদের ‘ব্যাক ইয়ার্ড’ হিসেবে বাংলাদেশসহ এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে অব্যাহত যোগাযোগ রাখে বেইজিং। এবার একই দিনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী বৈঠক করবেন বাংলাদেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে।

চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল উই ফেংগে একদিনের সফরে মঙ্গলবার (২৭ এপ্রিল) ঢাকা আসছেন। বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তাকে অভ্যর্থনা জানাবেন। পরে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন তিনি। সেনাবাহিনী প্রধান আজিজ আহমেদের সঙ্গে বৈঠক করার পরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ঢাকা ত্যাগ করবেন উই ফেংগে।

এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই একই সময়ে দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন। কোভিড পরিস্থিতি মোকাবিলা নিয়ে হবে এ বৈঠক। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনসহ আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা ওই বৈঠকে উপস্থিত থাকবেন।

চীনের প্রতিরক্ষামন্ত্রীর সফরের বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, প্রতিরক্ষামন্ত্রীর সফর নিয়মিত যোগাযোগের অংশ। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতাবার্ষিকী উদযাপন করছে বাংলাদেশ এবং এর সঙ্গে ৩২ নম্বরে চীনের প্রতিরক্ষামন্ত্রীর যাওয়াটা সিম্বলিক বলে তিনি জানান।

সচিব বলেন, ‘এখন কিছুটা সীমাবদ্ধতা চলছে কোভিডের জন্য। অন্যথায় হয়তো একটি বড় আকারে লেকচারের ব্যবস্থা করা যেতো।’

কোভিড পরিস্থিতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের বিষয়ে তিনি বলেন, ‘চীনের উদ্যোগকে আমরা কোভিড পরিস্থিতি মোকাবিলার অংশ হিসেবে দেখতে চাই। এর বাইরে অন্য কোনও কিছু আমরা বিবেচনা করতে চাই না।’

এরমধ্যে একাধিকবার বৈঠক হয়েছে, কিন্তু আলোচনা কিছুটা ধীরগতিতে এগিয়েছে। এবারে বৈঠকটি তারা মন্ত্রী পর্যায়ে করছে। তাদের কিছু নির্দিষ্ট প্রস্তাব আছে। তাদের প্রস্তাবগুলো নিয়ে কাজ করার সুযোগ আছে বলে তিনি জানান।

মাসুদ বিন মোমেন বলেন, চীন ইমারজেন্সি সরবরাহ করার জন্য স্টোরেজের কথা চিন্তা করছে। সেখানে কী কী জিনিস থাকবে এবং কীভাবে সরবরাহ পাওয়া যাবে সেটি নিয়ে আলোচনা হতে পারে।

পররাষ্ট্র সচিব বলেন, ‘বাংলাদেশের মূল আগ্রহের জায়গা হচ্ছে টিকা সংক্রান্ত সহযোগিতা। যেমন, ইমারজেন্সি সরবরাহ। আমরা সব সময় অপশন খোলা রাখতে চাই। যেখানে আমাদের সুযোগ আছে এবং অর্থনৈতিক সুবিধা আছে, সেগুলো আমরা পরীক্ষা করতে চাই। আমরা খোলা মন নিয়ে যাবো।’

 

/এসএসজেড/এফএস/এমওএফ/
সম্পর্কিত
ঢাকায় চীনের ভিসা সেন্টার, প্রয়োজন হবে না দূতাবাসে যাওয়ার
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভবন থেকে পড়ে চায়না নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ