X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ক্লিনিক থেকে নবজাতক চুরি

ঝিনাইদহ প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২১, ২১:১৭আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ২১:১৭

ঝিনাইদহের কালীগঞ্জে ক্লিনিক থেকে সদ্য ভূমিষ্ঠ এক শিশু চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ক্লিনিকের দ্বিতীয় তলা থেকে অপরিচিত এক নারী শিশুটিকে চুরি করে নিয়ে যায়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

চুরি হওয়া শিশুটি কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া গ্রামের ইজিবাইক চালক মনিরুল ইসলামের।শিশুটি হারিয়ে যাওয়ার পর স্বজনরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

শিশুটির বাবা মনিরুল ইসলাম জানান, সোমবার সকালে তার স্ত্রী সাবানা বেগমের প্রসব যন্ত্রণা শুরু হলে কালীগঞ্জ শহরের সেবা ক্লিনিকে ভর্তি করেন। দুপুর আড়াইটার দিকে সিজারের মাধ্যমে মেয়েসন্তান হয়। এরপর ক্লিনিকের ৩নং কেবিনে তাদের রাখা হয়। মেয়ে ও তার মা সুস্থ ছিল। বিকালে এক অপরিচিত নারী এসে বাচ্চাকে কোলে নিয়ে আদর করে এবং বিভিন্ন ধরনের গল্প করতে থাকে। এরপর সে ক্লিনিকের রিসিপশনে বসে ছিল। ইফতার শেষে নামাজ পড়তে যাওয়ার সময় শিশুটির নানি ক্লিনিকের লোক মনে করে অপরিচিত ওই নারীর কাছে শিশুটিকে রেখে নামাজ পড়তে গেলে সে বাচ্চাটি নিয়ে পালিয়ে যায়।

শিশুটির চুরি হওয়ার পর ক্লিনিকের মধ্যে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। শিশুটির মা শাবানা বেগম ও নানী বারবার জ্ঞান হারিয়ে ফেলেন। বড় বোন মরিয়ম (১১) বোনের জন্য কান্নায় ভেঙে পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটির সন্ধান পাওয়া যায়নি।

ক্লিনিকের মালিক আব্দুর রশিদ বলেন, ‘শিশুটি ভূমিষ্ঠ হওয়ার পর মা ও শিশু দুজনেই সুস্থ ছিল। কিন্তু সন্ধ্যায় ইফতারের পর অপরিচিত এক নারী শিশুটিকে  চুরি করে নিয়ে গেছে। আমি বিষয়টি জানাতে থানায় এসেছি।’

কালীগঞ্জ থানার ওসি বলেন, ‘ক্লিনিক মালিকের কাছ থেকে মৌখিক অভিযোগ পেয়ে এসআই আবুল কাশেমের নেতৃত্বে একদল পুলিশ ফোর্স সেখানে পাঠানো হয়েছে। শিশুটিকে উদ্ধারের জন্য পুলিশ জোরালো অভিযান চালাচ্ছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না