X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২১, ২২:৩৫আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ২২:৩৫

ঠাকুরগাঁও সদর উপজেলায় নুর ইসলাম (৬৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগে তার ছেলে হাসিবুল ইসলামকে আটক করেছে পুলিশ। সোমবার (২৬ এপ্রিল) বিকালে নূর ইসলাম মারা যান। সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) একেএম আতিকুর রহমান আতিক জানান, সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও হাসান মেম্বারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নুর ইসলাম (৬৫) সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও হাসান মেম্বারপাড়া এলাকায় প্রয়াত সিদ্দিক আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার ভোর রাতে ফজরের নামাজ শেষ করে বাড়িতে ফিরছিলেন নুর ইসলাম। এ সময় হাসিবুল ইসলাম বাবার পথরোধ করে এবং কাঠ দিয়ে নুর ইসলামের মাথায় আঘাত করে। স্থানীয় লোকজন এগিয়ে আসলে হাসিবুল পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় নুর ইসলামকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। অ্যাম্বুলেন্সে সেখানে নেওয়ার পথে দশ মাইল নামক স্থানে নুর ইসলামের মৃত্যু হয়।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুব আলম মুকুল বলেন, ‘ছেলের কাঠের আঘাতে বাবার মৃত্যুর খবর শুনে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। ছেলেটির মাথায় সমস্যা আছে।’

পুলিশ পরিদর্শক বলেন, ‘পরিবারের লোকজন জানায় গত রবিবার হাসিবুলের সঙ্গে তার বাবার বাকবিতণ্ডা হয়। সেটাকে কেন্দ্র করেই সম্ভবত এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তারপরও আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্তে ঘটনার মূল রহস্য বেরিয়ে আসবে। তবে মামলা হয়নি।’

নিহত নুর ইসলামের লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!