X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ভারতকে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর না করার পরামর্শ চীনের

বিদেশ ডেস্ক
২৭ এপ্রিল ২০২১, ১১:৫৬আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ১১:৫৬

ভয়াবহ করোনা সংকটে নিমজ্জিত ভারত। প্রায় প্রতিদিনই শনাক্ত ও করোনায় মৃত্যুর নতুন রেকর্ড তৈরি হচ্ছে। হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রগুলোতে রোগীদের পরিষেবা দেওয়ার পরিসর ক্রমেই কমে আসছে। অনেক ক্ষেত্রেই একই শয্যায় একাধিক রোগীকে শুয়ে থাকতে দেখা গিয়েছে। দেখা দিয়েছে অক্সিজেন সংকট। শ্মশ্মানে দিনভর জ্বলছে চিতার আগুন। লাশ পোড়াতে ভিড় স্বজনদের। এমন পরিস্থিতিতে মিত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভারত দ্রুত প্রত্যাশিত সহায়তা পাচ্ছে না বলে দাবি করেছে চীন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিপলস ডেইলি-র সম্পাদকীয়তে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ওপর আর নির্ভর করতে পারে না ভারত।

ভারতের করোনা পরিস্থিতিতে ‘‌যুক্তরাষ্ট্রের উদাসীনতা’ নিয়ে শুধু সম্পাদকীয় নয় বরং এ ইস্যুতে নানা রাজনৈতিক কার্টুন ও সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়ে যাচ্ছে গ্লোবাল টাইমস। এসবের মাধ্যমে ভারতকে দ্রুত সহায়তা না দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করা হচ্ছে। একইসঙ্গে দিল্লির প্রতি আহ্বান জানানো হচ্ছে, তারা যেন ওয়াশিংটনের বদলে বেইজিং-এর সঙ্গে সম্পর্কোন্নয়নের পথে হাঁটে।

পিপলস ডেইলি বলছে, ভারতে যখন হাসপাতালগুলো ভর্তি হয়ে গেছে, শশ্মানগুলোতে ভিড় উপচে পড়ছে; এমন পরিস্থিতিতে ভারত আর যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করতে পারে না।

চীনের রাষ্ট্রীয় এই সংবাদমাধ্যম বলছে, এই মহামারি দেখিয়ে দিয়েছে যে পশ্চিমারা মূলত ভূ-রাজনৈতিক দিক বিবেচনায় ভারতকে কাছে টানছে। তাদের এই ঘনিষ্ঠতা ভঙ্গুর ও বাহ্যিক।

ভারতে করোনা সংকটের তীব্রতার সুযোগে বেইজিং-এর এমন মন্তব্যে আরও একটি বিষয় সামনে এসেছে। সেটি হচ্ছে ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে টিকা গ্রহণের ভারসাম্যহীনতা কিভাবে দুনিয়ার নানা প্রান্তের ভূ-রাজনীতিতে নতুন বাস্তবতা হাজিরের সম্ভাবনা তৈরি করছে।

সাম্প্রতিক বছরগুলোতে চীনের সঙ্গে বিবাদের বাস্তবতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নে মনোযোগী হয় ভারত। দৃশ্যত ভারতের সেই উদ্যোগকেই একহাত নিলো বেইজিং।

এদিকে ভারতের কোভিড পরিস্থিতি নিয়ে অবশেষে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার রাতে ফোনে কথা হয় দুই নেতার।

রবিবার ভারতে কোভিড টিকার কাঁচামাল সরবরাহের আশ্বাস দিয়েছিলেন বাইডেন। তার পরদিনই সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলেন দুই প্রেসিডেন্ট। এর আগে ভারতের করোনা পরিস্থিতি নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জার্মানি, ফ্রান্সসহ বিশ্বের একাধিক দেশ।

সোমবার বাইডেনের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন মোদি। টুইটারে তিনি লিখেছেন, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। দু’দেশের কোভিড পরিস্থিতি নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। ভারতের দিকে যুক্তরাষ্ট্রের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ জানাচ্ছি।

রবিবার যুক্তরাষ্ট্রের জাতীয় পরামর্শদাতা জেক সালিভান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে জানান, ভারতে করোনা টিকার কাঁচামাল অবিলম্বে সরবরাহ করা হবে। পাশাপাশি, করোনার পরীক্ষায় র‌্যাপিড ডায়াগনস্টিক কিট, ভেন্টিলেটর এবং পিপিই-ও ভারতে পাঠানোর বন্দোবস্ত করা হবে।

মূলত ভারতে কোভিড সামগ্রী পাঠাতে যুক্তরাষ্ট্রের বিলম্বের বিষয়টিকে উপজীব্য করে গত কয়েক দিন ধরে প্রচার চালিয়ে গেছে চীনের পিপলস ডেইলি। কিন্তু রবিবার বাইডেন প্রশাসন ভারতে করোনা সামগ্রী পাঠানোর ঘোষণা দেওয়ার একদিনের মাথায় সোমবার ভারতে চিকিৎসা সরঞ্জামসহ সব কার্গো ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় চীন।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানায়, চীনের সরকারি বিমান সংস্থা সিচুয়ান এয়ারলাইন্স আগামী ১৫ দিন ভারতে কোনও পণ্যবাহী বিমান পাঠাবে না বলে ঘোষণা দিয়েছে। এই বিমানগুলোতে তরল অক্সিজেন তৈরির নানা সামগ্রী আসার কথা ছিল।

চীনের পক্ষ থেকে অবশ্য ১৫ দিন পর ফের পরিস্থিতি পর্যালোচনার কথা বলা হয়েছে। বিদেশ ফেরতদের মাধ্যমে করোনার সংক্রমণ ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও দাবি বেইজিং-এর। সূত্র: পিপলস ডেইলি, ব্লুমবার্গ, দ্য হিন্দু।

/এমপি/
সম্পর্কিত
ডিএনসিসি ও চীনের আনহুই প্রদেশের মধ্যে সহযোগিতামূলক চুক্তি সই
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
সর্বশেষ খবর
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী