X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পিডিবি’র প্রকৌশলী সেজে ব্যবসায়ীর ৫২ লাখ টাকা আত্মসাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২১, ১৮:০০আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ১৮:০০

পিডিবির উপবিভাগীয় প্রকৌশলী সেজে এক ব্যবসায়ীকে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে ৫২ লাখ টাকা আত্মসাৎকারী এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকালে সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জিসানুল হক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

গত ২৬ এপ্রিল মিরপুর মডেল থানায় ভুক্তোভোগী ব্যবসায়ী হেলালুল মোজাদ্দেদ (৪২) এ বিষয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, মিরপুরের পাইকপাড়ায় তার বন্ধুর অফিসে বসে ২০১৮ সালের ১৬ নভেম্বর নাইমুর রহমান জোয়ার্দার নামে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। ওই ব্যক্তি নিজেকে পিডিবির উপবিভাগীয় প্রকৌশলী বলে পরিচয় দেয়। এরপর হেলালুলের সঙ্গে নাইমুরের বিভিন্ন সময় কথা হতো। হেলালুলের মাইক্রোবাস ভাড়া নিয়ে চুয়াডাঙ্গা যায় নাইমুর। ফিরে এসে ৯ হাজার টাকা ভাড়াও পরিশোধ করে। এভাবে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।

নাইমুর নিজেকে পিডিবির প্রকৌশলী পরিচয় দেওয়ার পর তার কাছে কাজ চান হেলালুল। পিডিবির বিভিন্ন কেনাকাটা পাইয়ে দিতে অনুরোধ করেন। তখন নাইমুর রহমান তাকে নারায়ণগঞ্জের তাপবিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন জিনিসপত্র কেনার কাজ পাইয়ে দেওয়ার কথা বলে। সে পিডিবির নারায়ণগঞ্জ প্রজেক্টের ক্রয়ের দায়িত্বে আছে বলেও জানায়। হেলালুলকে প্রকল্পের জন্য প্রাইভেটকার, হাইয়েস মাইক্রোবাস, এসি, কম্পিউটার থাইগ্লাস, সিলিং ফ্যান, ওয়াল ফ্যান, গেট ইত্যাদি সরবরাহের জন্য লিখিত কার্যা‌দেশ দেন নাইমুর। নকল কার্যাদেশ তৈরি করে তার অনুলিপি হেলালুলকে দেওয়া হয়। ব্যাংক ড্রাফের মাধ্যমে নাইমুর বিভিন্ন সময়ে এই কার্যাদেশের কথা বলে তার কাছ থেকে ৫২ লাখ ৪৫ হাজার টাকা হাতিয়ে নেয়।

নাইমুর রহমান জোয়ার্দার টাকা হাতিয়ে নেওয়ার পর  মো. হেলালুল মোজাদ্দেদেকের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এরপর সন্দেহ হয় হেলালুলের। তিনি নারায়ণগঞ্জে ২২৫ মেগওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রে গিয়ে  খোঁজখবর নিয়ে জানতে পারেন, নাইমুর রহমান জোয়ার্দার নামে কোনও কর্মকর্তা সেখানে নেই এবং তখন বুঝতে পারেন যে, তিনি প্রতারণার শিকার হয়েছেন।

ভুক্তোভোগীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর সিআইডি ঢাকা মেট্রো পশ্চিমের একটি টিম মিরপুর থানা এলাকা থেকে চক্রের মূল হোতা নাইমুর রহমান জোয়ার্দারকে গ্রেফতার করে। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার মসজিদ পাড়ায়। বর্তমানে সে সাভারের দক্ষিণ দরিয়াপুরের গেন্ডা এলাকায় থাকে।

নাইমুর রহমান জোয়ার্দার ছাড়াও এই মামলায় অন্য আসামিরা হলো— নাইমুরের স্ত্রী জান্নাতুল নূর (২৬) এবং নাইমুরের ভাই মশিউর রহমান (২০)।

সিআইডি জানায়, আসামি নাইমুর এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সে আদালতকে জানায়, ব্যবসায় লোকসানে পড়ে ২০১৯ সালের দিকে অনেক ঋণ হয়ে যায় তার। এরপর সে প্রতারণার আশ্রয় নিয়ে  হেলালুল মোজাদ্দেদেকের কাছ থেকে টাকা আত্মসাৎ করে।

 

/এআরআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
বায়ার্নের নজরে থাকা নাগেলসমানের সঙ্গে জার্মানির নতুন চুক্তি
বায়ার্নের নজরে থাকা নাগেলসমানের সঙ্গে জার্মানির নতুন চুক্তি
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!