X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘ব্যবসা পরিচালনা সূচকে বাংলাদেশের অবস্থান ডাবল ডিজিটে নামিয়ে আনতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২১, ১৮:১৯আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ১৮:১৯

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা’র নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেছেন, ব্যবসা পরিচালনা সূচকে বাংলাদেশের অবস্থান ডাবল ডিজিটে নামিয়ে আনতে হবে এবং এ লক্ষ্যে সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম সম্পর্কে বেসরকারি খাতকে অবহিত করা জরুরি। তিনি বলেন, ‘বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে ‘ডুইং বিজনেস ইনডেক্স’ গুরুত্বপূর্ণ অবদান রাখে এবং বিশ্বব্যাংকের এ সূচকে ভালো করতে পারলে বাংলাদেশের একাগ্রতা ও উন্নয়নের মানসিকতাকেই প্রকাশ করবে।’

মঙ্গলবার (২৭ এপ্রিল) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা’র মধ্যকার ‘বাংলাদেশে ব্যবসা পরিচালনায় ব্যয় হ্রাস কার্যক্রমে চলমান সংস্কার এবং ভবিষ্যতের প্রস্তুতি’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. সিরাজুল ইসলাম উল্লেখ করেন, বিডাকে আরও শক্তিশালী করতে হবে। সকল সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে বিডা কাজ করে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এছাড়া তিনি ব্যাণিজ্যবিষয়ক সংস্কার কার্যক্রম বাস্তবে কতটা বিদ্যমান আছে,  সেটা পর্যবেক্ষণ কারার জন্য বেসরকারি খাতের প্রতি আহ্বান জানান। বিডা চেয়ারম্যান বলেন, ‘সংস্কারের ক্ষেত্রে নীতিমালা খুব সহজেই সংশোধন হলেও মাঠপর্যায়ে সেটার বাস্তবায়নে মাঝে মাঝে কিছু শিথিলতা দেখা যায়। তবে তা সমাধানে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’ তিনি জানান, এক কোম্পানি হতে অন্য কোম্পানিতে ভূমি হস্তান্তরের নথি নিবন্ধনে সারা দেশের ভূমি অফিসগুলোতে আলাদা বালাম বই ব্যবহার করা হচ্ছে এবং স্বল্প সময়েই ভূমি নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করা যাচ্ছে। প্রক্রিয়াটি বিডা’র ওএসএস-এর মাধ্যমে করা যায় কিনা, তা নিয়ে কাজ চলছে।

তিনি আরও জানান, ব্যবসায়িক বিরোধ সহজেই নিষ্পত্তি করার জন্য এডিআরের কোনও বিকল্প নেই এবং আরবিট্রেশনের নিষ্পত্তিতে সময় নির্ধারণ করা প্রয়োজন বলে মত প্রকাশ করেন তিনি। সিরাজুল ইসলাম বলেন, ‘ঢাকা ও চট্টগ্রামে আলাদা দুটি আদালত করা হবে, যারা শুধুমাত্র ব্যবসায়িক বিরোধবিষয়ক মামলা পরিচালনা করবে।’ তিনি অবহিত করেন, বিডা’র ওএসএস-সেবা দেওয়ার জন্য ইতোমধ্যে ২৫টি সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে। শুধুমাত্র ১৫০টি সরকারি সেবা এর মাধ্যমে প্রদান করা সম্ভব হবে। তিনি বলেন, ‘দেশের সরকারি ও বেসরকারি খাত একযোগে কাজ করতে পারলেই ব্যবসা পরিচালনার সূচকে বাংলাদেশের অবস্থানের দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত হবে।’

ওয়েবিনারের স্বাগত বক্তব্যে ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান বলেন, ‘অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিধারা অব্যাহত রাখতে বেসরকারি খাতের অবদান নিশ্চিতকল্পে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, এসডিজি’র লক্ষ্যমাত্রা অর্জন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা এবং শিল্পায়নসহায়ক পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট নীতিমালার সহজীকরণ ও ব্যবসাসহায়ক পরিবেশ নিশ্চিতের কোনও বিকল্প নেই।’ তিনি জানান, ২০২৬ সালে বাংলাদেশের উন্নত দেশে পরিণত হওয়ার পর থেকে আমরা পণ্য রফতানিতে অগ্রাধিকারমূলক সহায়তাপ্রাপ্তি হতে বঞ্চিত হবো, যা আমাদেরকে রফতানি বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার সম্ভাবনা তৈরি করতে পারে।  সেই অবস্থা থেকে উত্তরণে পণ্যের উৎপাদান ব্যয় কমাতে আমাদেরকে অবশ্যই ব্যবসা পরিচলনা ব্যয় হ্রাসের প্রতি আরও বেশিহারে মানোনিবেশ করতে হবে।’[

ডিসিসিআই সভাপতি বলেন, ‘‘২০২০ সালে প্রকাশিত ‘ডুইং বিজনেস ইনডেক্স’ অনুযায়ী, বাংলাদেশের অবস্থান ১৬৮তম, পূর্ববর্তী বছরে যা ছিল ১৭৬তম এবং এ সূচকে আমাদের ৮ ধাপের অগ্রগতি সম্ভব হয়েছিল সংশ্লিষ্ট নীতিমালার সংস্কার কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে।’’ তিনি উল্লেখ করেন— ভিয়েতনাম, ফিলিপাইন এবং ইন্দোনেশিয়ার মতো আমাদের প্রতিযোগী দেশগুলো অধিকহারে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করতে পারছে। কারণ ‘ডুইং বিজনেস ইনডেক্স’-এ দেশগুলোর অবস্থান বাংলাদেশের চেয়ে বেশ ভালো। এমন বাস্তবতায় আমাদের ব্যবসা পরিচালনার সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের কোনও বিকল্প নেই এবং এ লক্ষ্যে দেশের বেসরকারি খাত সরকারের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী।’’

বিশেষ অতিথির বক্তব্যে বিডা’র নির্বাহী সদস্য  বিল্লাল হোসেন বলেন, ‘দেশে শিল্প উন্নয়নের জন্য বিডা নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং দেশের বিনিয়োগকারীরা কী ধরনের সমস্যার মুখোমুখি হন, তা জেনে বিডা করণীয় নির্ধারণে আগ্রহী।’ তিনি আরও বলেন, ‘ব্যবসা পরিচালনা সূচকে বাংলাদেশের অবস্থান ভালো করতে পারলে, বর্হিবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বহুলাংশে বাড়বে। এর ফলে দেশি-বিদেশি বিনিয়োগও বৃদ্ধি পাবে।’  

বিডা’র পরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, ‘বিশেষ করে ব্যবসা শুরু, ভূমি নিবন্ধন, বিদ্যুৎ সংযোগপ্রাপ্তি, ঋণপ্রাপ্তি, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ, অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য প্রক্রিয়া এবং কর প্রদান প্রক্রিয়া প্রভৃতি বিষয়ে বেশকিছু সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। দেশের বেসরকারি খাতে সরকার গৃহীত সংস্কার কার্যক্রম সম্পর্কে অবহিত করার মাধ্যমে সচেতন করতে হবে, যার মাধ্যমে সেবাপ্রাপ্তি নিশ্চিত হবে।’

মুক্ত আলোচনায় ডিসিসিআই পরিচালক  রাশেদুল করিম মুন্না, সাবেক সভাপতি আসিফ ইব্রাহীম, সাবেক পরিচালক দাতা মাগফুর, সদস্য এম এস সিদ্দিকী এবং বাংলাদেশ ফ্রেইট ফরওয়াডর্স অ্যাসোশিয়েন-বাফা’র সভাপতি কবীর আহমেদ অংশগ্রহণ করেন।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী