X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

রুশ টিকা আমদানির আবেদন প্রত্যাখ্যান ব্রাজিলের

বিদেশ ডেস্ক
২৭ এপ্রিল ২০২১, ১৮:৫৪আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ১৮:৫৪
image

রাশিয়ার তৈরি করোনাভাইরাসের টিকা স্পুটনিক ভি আমদানি করতে বেশ কয়েকটি রাজ্যের আবেদন খারিজ করে দিয়েছে ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। তাদের দাবি টিকাটির নিরাপত্তা এবং কার্যকারিতা যাচাই করার মতো প্রয়োজনীয় তথ্য তাদের কাছে নেই। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বড় আকারের পরীক্ষা চালানোর আগেই গত বছরের আগস্টে স্পুটনিক ভি ব্যবহারের অনুমোদন দেয় রাশিয়া। ওই সময়ে টিকাটি নিয়ে উদ্বেগ তৈরি হয়। তবে পরে এই টিকাটির ব্যাপকভাবে ইতিবাচক পর্যালোচনা পাওয়া যায়। ল্যানসেট মেডিক্যাল জার্নালে প্রকাশিত ফলাফলে দেখা যায় টিকাটি ৯০ শতাংশের বেশি কার্যকর। তবে ইউরোপীয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ) এবং যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এখনও টিকাটির অনুমোদন দেয়নি।

ব্রাজিলের কেন্দ্রীয় স্বাস্থ্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আনভিসা জানিয়েছে, রুশ টিকাটি প্রয়োগের অনুমতি চেয়ে গত মাসে তাদের কাছে আবেদন পাঠায় বেশ কয়েকটি রাজ্য কর্তৃপক্ষ। সোমবার আনভিসার প্রেসিডেন্ট বারা টোরেস বলেন, ‘আমরা কোনওভাবেই ব্রাজিলের লাখ লাখ মানুষকে এমন পণ্য ব্যবহার করতে দেবো না যার মান, নিরাপত্তা এবং কার্যকারিতা যাচাই করা হয়নি।’

আনভিসার বিশেষজ্ঞরা বলছেন, তাদের যাচাই প্রক্রিয়ার থেকে মেডিক্যাল জার্নালের যাচাই প্রক্রিয়া আলাদা। নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের এক ব্যবস্থাপক গুস্তাভো মেন্ডেস বলেন,  যে তারা এটি ব্যবহারের অনুমোদন দেওয়া হবে কিনা তা জার্নাল কর্তৃপক্ষকে বিবেচনায় নিতে হয় না।

যুক্তরাষ্ট্রের পর ব্রাজিলেই সবচেয়ে মানুষের করোনায় মৃত্যু হয়েছে। দেশটির তিন লাখ ৯০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে দেশটির ২১ কোটি ২০ লাখের বেশি মানুষের জন্য প্রয়োজনীয় সংখ্যক টিকা যোগাড় করতে এখনও হিমশিম খাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। এখন পর্যন্ত ব্রাজিল তিন কোটি ৮০ লাক ডোজ টিকা যোগাড় করতে পেরেছে।

/জেজে/
সম্পর্কিত
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
সর্বশেষ খবর
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি