X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

উন্নয়নশীল দেশে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২১, ২১:৪৭আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ২১:৪৭

স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণের ফলে বাংলাদেশের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি, পরিকল্পনা গ্রহণ, বাস্তবায়ন ও মনিটরিংয়ের জন্য প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) এ কমিটি গঠনের গেজেট প্রকাশ করা হয়। কমিটির ৬ দফা কার্যপরিধি নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (নির্বাহী সেল) মোহাম্মদ আসাদুজ্জামানের সই করা প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির অন্য সদস্যরা হচ্ছেন— মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক), তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, অর্থ বিভাগের সিনিয়র সচিব, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব), পররাষ্ট্র সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, শিল্প সচিব, কৃষি সচিব, পরিবেশ সচিব, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পরিকল্পনা কমিশনের সদস্য শরিফা খান, এফবিসিসিআই, বিজিএমইএ, ডিসিসিআই ও বিএপিআইয়ের (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ) সভাপতি।

কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক (নির্বাহী সেল ও পিইপিজেড)।

কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে— ‘স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণপরবর্তী সময়ে দেশের কোন কোন খাতে কী পরিমাণ প্রভাব পড়তে পারে তা নির্ধারণ, নির্ধারণকৃত প্রতিটি খাতের জন্য মূল দায়িত্ব পালনকারী (Responsible) এবং সহযোগী হিসেবে দায়িত্ব পালনকারী (Associate) মন্ত্রণালয়/বিভাগ ও সংস্থাগুলোর ম্যাপিং ও দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ, মুক্ত/অগ্রাধিকার বাণিজ্য চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শুল্কনীতি প্রণয়নে পরামর্শ প্রদান।

এছাড়া এই কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ, দফতর ও সংস্থার নির্দিষ্ট সময়াবদ্ধ পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়ন করবে। মন্ত্রণালয়/বিভাগ, দফতর, সংস্থার নেওয়া কর্মপরিকল্পনা বাস্তবায়ন নিয়মিত মনিটরিং ও পরামর্শ দেবে।’

‘কমিটি প্রতি তিন মাসে কমপক্ষে একবার সভার আয়োজন করে অগ্রগতি পর্যালোচনা করবে। কমিটি প্রয়োজনে অন্য কোনও মন্ত্রণালয়/বিভাগ/দফতর/সংস্থার প্রতিনিধি বা ব্যক্তিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে’, বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
সরকার নির্ধারিত দামে গরুর মাংস বিক্রি করবেন না নওগাঁর ব্যবসায়ীরা
মানুষের ক্ষোভ টের পাচ্ছে সরকার: রিজভী
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!