X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

করোনা আক্রান্ত কর্মীর সহায়তায় ইসির কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২১, ২২:০০আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ২২:০০

নির্বাচন কমিশনে (ইসি) করোনায় আক্রান্ত কর্মরতদের চিকিৎসাসেবাসহ সার্বিক সহায়তায় কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা কল্যাণ পরিষদের অধীনে গঠিত ৩০ সদস্যের এই কমিটি রোগীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন চৌধুরীকে আহ্বায়ক ও এএসএম ইকবাল হাসানকে সদস্য সচিব করা হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা কল্যাণ পরিষদের সদস্য সচিব ও উত্তরা থানা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলামের সই করা কমিটি গঠনের চিঠির অনুলিপি প্রধান নির্বাচন কমিশনারসহ সকল কমিশার, ইসি সচিব ও সংশ্লিষ্টদের দেওয়া হয়েছে।

এই চিঠিতে বলা হয়— ‘নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাধীন উপজেলা/থানা নির্বাচন অফিসার ও সমপদের কর্মকর্তারা স্মার্ট কার্ড বিতরণ, নতুন ভোটার অন্তর্ভূক্তিকরণ, ভোটার স্থানান্তর ও জাতীয় পরিচয়পত্র সংশোধনের কাজে সরাসরি সম্পৃক্ত হয়ে সম্মুখ যোদ্ধা হিসেবে নিরলসভাবে দেশকে সেবা প্রদান করে যাচ্ছেন।’

‘কোভিড-১৯ টিকা গ্রহণে জাতীয় পরিচয়পত্র প্রধান অনুসঙ্গ হওয়ায় বর্তমানে সাধারণ জনগণের সংস্পর্শে থেকে এই সেবা প্রদান করতে হচ্ছে। করোনা সুরক্ষা সামগ্রী সঠিকভাবে ব্যবহার করা সত্ত্বেও আমাদের অনেক সহকর্মী কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন এবং ইতোমধ্যে দুই জন সহকর্মী মারা গেছেন। বর্তমান পরিস্থিতিতে কোভিড-১৯ মোকাবিলার অংশ হিসেবে নির্বাচন কমিশন সচিবালয়ে আওতাধীন উপজেলা/থানা নির্বাচন অফিসার ও সমপদের কর্মকর্তারা করোনা আক্রান্ত হলে যাতে তাৎক্ষণিকভাবে বিভিন্ন পর্যায়ের সহাতা পান, সে লক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও ১০টি অঞ্চলের উপজেলা/থানা নির্বাচন অফিসার ও সমপদের কর্মকর্তাদের সমন্বয়ে তাৎক্ষণিক সহায়তা প্রদান সংক্রান্ত কেন্দ্রীয় তদারকি কমিটি গঠন করা হলো।’

‘এই কমিটি কেন্দ্রীয় কমিটির সঙ্গে যোগাযোগ রক্ষা করে সার্বিক বিষয় অবহিত করবে। কমিটি অনলাইন সভা আহ্বান করে করোনা মোকাবিলায় কীভাবে কর্মকর্তাদের সহায়তা করা যায়, তার কর্মপন্থা নির্ধারণ করবে।’

 

 

 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
প্রার্থিতা প্রত্যাহার করে বিএনপি নেতা বললেন ‘রিজভী ভাই আমাকে ফোন করেছিলেন’
চতুর্থ ধাপে যে ৫৫ উপজেলায় ভোট
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন ৫ জুন
সর্বশেষ খবর
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট