X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে ৫ শ্রমিক নিহত: আরও ৫ সংগঠনের রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২১, ১৫:৫৯আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ১৫:৫৯

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের পুলিশের গুলিতে পাঁচ শ্রমিক নিহত ও বেশ কয়েকজন আহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে আরও পাঁচটি সংগঠন হাইকোর্টে রিট দায়ের করেছে। সংগঠনগুলো মধ্যে রয়েছে- বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), নিজেরা করি, সেফটি অ্যান্ড রাইটস এবং অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি)।

বুধবার (২৭ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এসব রিট দায়ের করা হয়। রিট আবেদনটি বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ভার্জুয়ার হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে বলে জানিয়েছেন বেলার প্রধান নির্বাহী অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান।

এদিকে রিট আবেদনে ওই ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের পাশাপাশি ঘটনায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কয়লা বিদ্যুৎকেন্দ্রের কাজ বন্ধ রাখার নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি বাঁশখালীতে শ্রমিকদের সার্বিক অবস্থা জানতে শ্রম অধিদফতরের কাছে একটি প্রতিবেদন দাবি করেছেন রিটকারীরা। পাঁচ শ্রমিক নিহতের ঘটনায় ডিসি ও এসপির নেতৃত্বে গঠন করা দুটি তদন্ত কমিটির রিপোর্ট দেওয়ারও নির্দেশনা চাওয়া হয়েছে।

এর আগে গত ২২ এপ্রিল একই ঘটনায় বিচার বিভাগীয় তদন্তসহ বেশ কিছু নির্দেশনা চেয়ে  আইন ও সালিশ কেন্দ্র (আসক) একটি রিট দায়ের করে।

প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল পুলিশের গুলিতে পাঁচ শ্রমিক নিহতের ঘটনায় প্রত্যেকের পরিবারকে তিন কোটি এবং আহতদের দুই কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে সরকার সংশ্লিষ্টদের একটি আইনি নোটিশ পাঠায় আইন ও সালিশ কেন্দ্র। একইসঙ্গে ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে এবং নিহত ও আহত শ্রমিকদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে নোটিশে অনুরোধ জানানো হয়।  স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, আইন মন্ত্রণালয় সচিব, শিল্প মন্ত্রণালয় সচিব, বাণিজ্য মন্ত্রণালয় সচিব,পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের এ নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়েছিলো, গত ১৭ এপ্রিল চট্টগ্রামের বাঁশখালীতে কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পাঁচ শ্রমিক নিহত হন। একইসঙ্গে ২০ জন শ্রমিক আহত হন। বেতনভাতা নিয়ে অসন্তোষ থেকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আবদুল কাদের, ইয়াসির আহমেদ, আসাদুজ্জান নামে তিন পুলিশ কনস্টেবলও আহত হয়েছেন।

তাই নোটিশ পাওয়ার পর জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও ক্ষতিপূরণ দিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু সে নোটিশের জবাব না পেয়ে প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

আরও পড়ুন- 

বাঁশখালীতে পুলিশ-শ্রমিক সংঘর্ষের ঘটনায় দুই মামলা

এস আলমের বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক সংঘর্ষ, নিহত ৫

‘গাড়িতে আগুন ধরিয়ে পুলিশ আমাদের গুলি করে’

মেনে নেওয়া হবে শ্রমিকদের দাবি

/বিআই/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী