X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক ফ্লাইট: মিল নেই মন্ত্রিপরিষদ ও বেবিচকের নির্দেশনায়

চৌধুরী আকবর হোসনে
২৮ এপ্রিল ২০২১, ২০:৪৯আপডেট : ০১ মে ২০২১, ১৭:১৫

সরকার চলমান লকডাউনের মেয়াদ আরও সাত তিন বাড়ানোয় বিমান চলাচলে আগের বিধি-নিষেধ ৫ মে পর্যন্ত বহাল রাখে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ২৭ এপ্রিল বেবিচক এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। এদিকে মন্ত্রিপরিষদ বিভাগ করোনা প্রতিরোধে বিধি-নিষেধের মেয়াদ বাড়ানোর প্রজ্ঞাপন জারি করেছে আজ ২৮ এপ্রিল। সেই প্রজ্ঞাপনে আন্তর্জাতিক ফ্লাইট সম্পর্কিত নির্দেশের সঙ্গে বেবিচকের নির্দেশনার কিছু অংশে মিল নেই।

কঠোর লকডাউন শুরুর পর গত ১৪ এপ্রিল থেকে আন্তর্জাতিক সব ফ্লাইট বন্ধ ছিল। পরবর্তীতে প্রবাসী কর্মীদের দাবির মুখে মধ্যপ্রাচ্যসহ কয়েকটি দেশ ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেয় সরকার। এরপর ১৭ এপ্রিল থেকে পাঁচ দেশে আন্তর্জাতিক ফ্লাইট চালুর অনুমতি দেয় বেবিচক। প্রবাসী কর্মীদের দাবি ও কোয়ারেন্টিন নিয়ে সক্ষমতা কম থাকায় জটিলতা সৃষ্টি হলে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে কয়েক দফা সিদ্ধান্ত বদলানো হয়। সে আলোকে নির্দেশনায় কয়েক দফা পরিবর্তনও করে বেবিচক। বেবিচকের নির্দেশনা

২৭ এপ্রিল সর্বশেষ জারি করা বেবিচকের নির্দেশনায় বলা হয়েছে, সরকারের নির্দেশনা অনুসারে ২৯ এপ্রিল রাত ১২টা ১ মিনিট থেকে ৫ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইটের ওপর বিধিনিষেধ বাড়ানো হলো। বিশেষ বিবেচনায় বাংলাদেশ, বাহরাইন, চীন, কুয়েত, সৌদি আরব, ওমান, সিঙ্গাপুর, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের ইতোমধ্যে অনুমতিপ্রাপ্ত এয়ারলাইন্সগুলো নির্দেশনা মোতাবেক পরিচালিত হবে।

বেবিচকের নির্দেশনায় মালয়েশিয়ার নাম না থাকলেও মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপনে মালয়েশিয়া অন্তর্ভুক্ত রয়েছে। প্রজ্ঞাপনের ৩ নম্বর নির্দেশে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও চীন থেকে আগত যাত্রীদের ভ্যাকসিন গ্রহণের সনদসহ নন কোভিড-১৯ সনদধারী যাত্রীরা নিজ বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন। সেক্ষেত্রে তাদের সংশ্লিষ্ট থানায় আগমন ও কোয়ারেন্টিনের বিষয়টি জানাতে হবে। মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপন

ফলে প্রশ্ন উঠছে, বাংলাদেশ থেকে কি মালয়েশিয়ায় যাওয়া যাবে কিংবা মালয়েশিয়া থেকে কি দেশে আসা যাবে?

অন্যদিকে, বেবিচনের নির্দেশনা অনুসারে অনুমতিপ্রাপ্ত দেশগুলোতে সরাসরি যাত্রী আনা-নেওয়া করা যাবে। তবে এসব দেশে ট্রানজিটে হয়ে অন্য দেশে যাওয়া গেলেও অন্য দেশ থেকে বাংলাদেশে আসা যাবে না। তবে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের ৫ নম্বর নির্দেশে বলা হচ্ছে, অন্যান্য দেশ থেকে আগত যাত্রীরা সরকার নির্ধারিত হোটেলে নিজ ব্যয়ে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন। মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপন

এক্ষেত্রে প্রশ্ন উঠছে, বেবিচকের অনুমতিপ্রাপ্ত দেশগুলো ছাড়া অন্য দেশ থেকে কি বাংলাদেশ আসা যাবে ট্রানজিট হয়ে?

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলেও বেবিচকের কোনও কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

কয়েকটি এয়ারলাইন্সের প্রতিনিধিরা জানিয়েছেন, এখন পর্যন্ত মালয়েশিয়ার সঙ্গে ফ্লাইট চালুর বিষয়ে কোনও সিদ্ধান্ত জানায়নি বেবিচক। এছাড়া বাহরাইন, চীন, কুয়েত, সৌদি আরব, ওমান, সিঙ্গাপুর, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত থেকে সরাসারি যাত্রী আনা যাবে। এসব দেশে ট্রানজিট হয়ে অন্য দেশ থেকে যাত্রী আনার বিষয়ে এখনও কোনও নির্দেশনা বেবিচক দেয়নি।

আরও পড়ুন-

আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের মেয়াদ বাড়লো

প্রজ্ঞাপনে নতুন যা আছে

লকডাউন নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি

/এফএস/
সম্পর্কিত
ইসরায়েল থেকে ফ্লাইট আসার ব্যাখ্যা দিলো বেবিচক
তৃতীয় টার্মিনাল বুঝে নিতে অপেক্ষা করতে হবে ছয় মাস
বেবিচক চেয়ারম্যানের চাকরির মেয়াদ আরও ৬ মাস বাড়লো
সর্বশেষ খবর
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
অটোরিকশায় বাসের ধাক্কা, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
অটোরিকশায় বাসের ধাক্কা, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
ফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
বিশ্ব যকৃৎ দিবসফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!