X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ছেলের হাতে বাবা খুন

মানিকগঞ্জ প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২১, ২০:০৯আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ২০:০৯

পারিবারিক কলহের জের ধরে ছেলের হাতে বাবা খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দনপুর গ্রামে তাদের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের নাম সেলিম হোসেন খোকন (৫০)। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ১১টার দিকে নিজ ঘরের ভেতরে খোকনকে টিউবওয়েলের হাতল দিয়ে পিটিয়ে হত্যা করে  তারই ছেলে কাউছার হোসেন (২২)। খবর পেয়ে নিহতের বোন মমতাজ প্রতিবেশীদের নিয়ে এগিয়ে এলে কাউছার পালিয়ে যায়। নিহতের ৫ সন্তান রয়েছে।

শান্তিপুর (বাঘুলি) তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. লুৎফর রহমান এই খুনের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের বোন মমতাজ বেগম বলেন, আমার ভাই গাড়ির ড্রাইভার ছিলেন। গত ৭ মাস ধরে প্যারালাইসিস হয়ে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। অনেকটা সুস্থ হয়েও ছিলেন তিনি। ঘটনার সময় তার ছেলে কাউছার এবং স্ত্রী আসমা ঘরের ভেতর ঢুকে তাকে পিটিয়ে হত্যা করে। ৬ বছরের ভাতিজি খাদিজার কাছ থেকে খবর পেয়ে আমি লোকজন নিয়ে ঘটনাস্থলে গেলে খুনি কাউছার আমাকেও হত্যার ভয় দেখিয়ে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমান বলেন, অভিযুক্ত কাউছার পেশায় গাড়ির পাত্তিমিস্ত্রি হলেও মাদকাসক্ত। এ নিয়ে তাদের অভাব-অনটনের সংসারে প্রতিনিয়ত ঝগড়া-ঝাঁটি লেগেই থাকতো।

পুলিশ সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয় জামির্তা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আলী হোসেন বলেন, ‘ওই ছেলে (কাউসার) মাদকাসক্ত ছিল। এলাকার লোকজনও নেশা করার কথা জানিয়েছেন। নেশা করতে নিষেধ করায় বাবা-ছেলের মধ্যে ঝগড়া হতো।’

শান্তিপুর পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মো. লুৎফর রহমান বলেন, পারিবারিক কলহের জেরে টিউবওয়েলের হাতল দিয়ে মাথায় আঘাত করায় ওই ব্যক্তি মারা গেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে অধিক তদন্তে হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার পর ছেলে বাড়ি থেকে পালিয়েছেন।

এ ব্যাপারে সিঙ্গাইর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। নিহত ব্যক্তির অভিযুক্ত ছেলেকে আটক করতে অভিযান চলছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলেছে ২৭ বস্তা টাকা
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলেছে ২৭ বস্তা টাকা
বিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
উপন্যাসবিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি