X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

করোনা মহামারিতে নারীদের আয় কমেছে ৮০ হাজার কোটি ডলার

বিদেশ ডেস্ক
৩০ এপ্রিল ২০২১, ১৩:০৭আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ১৩:২৩
image

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফামের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে করোনাভাইরাসের মহামারিতে দুনিয়ার নারীরা সম্মিলিতভাবে অন্তত ৮০ হাজার কোটি ডলারের আয় হারিয়েছেন। এই পরিমাণ অর্থ ৯৮টি দেশের বার্ষিক জিডিপির সমান। বৃহস্পতিবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

অক্সফাম বলছে, দুনিয়া জুড়ে গত বছর নারীরা ছয় কোটি ৪০ লাখ চাকরি হারিয়েছেন। যা মোট চাকরির পাঁচ শতাংশ। অন্যদিকে পুরুষদের চাকরি হারানোর পরিমাণ ৩.৯ শতাংশ।

অক্সফাম ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক গ্যাব্রেলিয়া বুচার বলেন, ‘কোভিড-১৯ মহামারির অর্থনৈতিক বিপর্যয় নারীদের ওপর মারাত্মক প্রভাব ফেলেছে, তারা নির্বিচারভাবে কম মজুরি, সীমিত সুযোগ এবং ন্যুনতম সুরক্ষা ছাড়াই বিভিন্ন সেক্টরে কাজ করেন। এসব ভুল সংশোধনের পরিবর্তে সরকারগুলো নারীদের চাকরিগুলোকে পরিহারযোগ্য বিবেচনা করেছে- আর এর মূল্য দাঁড়িয়েছে ৮০ হাজার কোটি ডলার, এই হিসাব শুধুমাত্র আনুষ্ঠানিক খাতে কর্মরতদের ওপর ভিত্তি করে।’

অক্সফামের পরিচালক বলছেন রক্ষণশীল এই হিসেবে অনানুষ্ঠানিক অর্থনীতিতে কর্মরত লাখ লাখ নারীর চাকরি হারানোর হিসাব যোগ করা হয়নি। গৃহকর্মী, দোকান ও গার্মেন্টসে কর্মরত নারীরা এই হিসাবের বাইরে। তবে এসব খাতের লাখ লাখ কর্মীকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে কিংবা বেতন কমিয়ে দেওয়া হয়েছে।

নারীরা কাজ হারালেও অ্যামাজনের মতো কোম্পানিগুলোর মুনাফা বেড়েছে। ২০২০ সালে অ্যামাজনে ৭০ হাজার কোটি ডলারের বাজার মূলধন যুক্ত হয়েছে। নারীরা ৮০ হাজার কোটি ডলারের আয় হারানোর একটি হিসাব বুঝতে এর সঙ্গে ২০২০ সালের মার্কিন প্রতিরক্ষা দফতরের বার্ষিক ব্যয়ের তুলনা করা যায়। মহামারির বছরে দুনিয়ার সবচেয়ে বেশি প্রতিরক্ষা ব্যয় হিসেবে যুক্তরাষ্ট্রের ব্যয় ছিলো ৭২ হাজার ১৫০ কোটি ডলার।

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!